
ছবি সংগৃহীত
খাঁটি স্বর্ণে মোড়া মিষ্টি বিক্রি হচ্ছে ভারতের রাজধানী দিল্লির একটি দোকানে। ‘গোল্ডেন মিঠাই’ নামের এই মিষ্টির দাম প্রতি কেজি ১৬ হাজার রুপি, যা বাংলাদেশি টাকায় ১৮৪৫০। মিষ্টির দাম শুনে অবাক হওয়ার জোগাড় হলেও ক্রেতার অভাব হচ্ছে না দোকানির। পেয়েছেন অর্ডার, জমে উঠেছে তার ব্যবসা।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ওয়ে ডট ফুডি নামে এক ব্যক্তি তার ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও আপলোড করেন। সেখানে একটি দোকানে দেখা যায়, গোল্ডেন মিঠাই নামের ওই স্বর্ণে মোড়ানো মিষ্টি প্রতি কেজি ১৬ হাজার রুপিতে বিক্রি হচ্ছে।
ভিডিওর শুরুতে দিল্লির মৌজপুর এলাকায় অবস্থিত শগুন নামে একটি মিষ্টির দোকানকে দেখানো হয়। এসময় দোকানটির এক কর্মচারী তাদের কাছে থাকা বিভিন্ন মিষ্টি ট্রের উপর সাজিয়ে উপস্থাপন করতে শুরু করেন। এরপর ওই ব্যক্তি স্বর্ণের একটি পাতলা আবরণ দিয়ে মিষ্টিগুলো মুড়িয়ে ফেলেন। পরে তিনি মিষ্টিগুলো ছোট ছোট করে কেটে সবাইকে পরিবেশন করেন।