2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

মেয়েকে দেখে আবেগ সামলাতে পারনেনি ফারুকী, গড়িয়ে পড়ে অশ্রু

মেয়েকে দেখে আবেগ সামলাতে পারনেনি ফারুকী, গড়িয়ে পড়ে অশ্রু - the Bengali Times
কন্যা সন্তানের বাবা হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী

কন্যা সন্তানের বাবা হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার তার স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা রাজধানীর একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন।

রাত সাড়ে ৮টার দিকে এ শিশুর জন্ম হয় বলে ফেসবুকে জানান তিশা।

- Advertisement -

এরপর এক ফেসবুক স্ট্যাটাসে ফারুকী জানান, আমরা ভেবেছিলাম আমাদের আবেগ পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারব। কিন্তু যখন তাকে দেখলাম, তাকে কোলে নিলাম তখন বুঝলাম না কী হলো। অশ্রু গড়িয়ে পড়ল। কৃতজ্ঞতা আর ভালোবাসার অশ্রু!

তিনি আরো লেখেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের সন্তান ইলহাম নুসরাত ফারুকী সবাইকে হাই বলেছে। ফারুকী লেখেন, দয়া করে সে এবং তার মায়ের জন্য দোয়া করবেন। তারা ডা. সংযুক্তা সাহার তত্ত্বাবধানে ভালো আছে।

- Advertisement -

Related Articles

Latest Articles