16.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

‘এক বছর বেড়ে যাওয়াকে আগে এমন আশীর্বাদের মতো মনে হয়নি’

‘এক বছর বেড়ে যাওয়াকে আগে এমন আশীর্বাদের মতো মনে হয়নি’ - the Bengali Times
অভিনেত্রী নুসরাত জাহান

৩২ বছর পূর্ণ করলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। শনিবার ৮ জানুয়ারি জন্মদিন উপলক্ষে ইন্সটাগ্রাম জুড়ে অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছেন তিনি। করোনা আক্রান্ত হয়ে এবার আইসোলশনে থেকে জন্মদিন পালন করছেন টলিউডের এই নায়িকা।

নুসরাতের জন্মদিনকে ঘিরে সবচেয়ে স্পেশাল বার্তাটি দিয়েছেন যশ। ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের বেড়াতে যাওয়ার একটি মুহূর্তের ছবি পোস্ট করে নুসরাতকে জন্মদিনে উইশ করেছেন। সেই সাথে উইশ করেছেন নুসরাতের আদরের বনুয়া মিমি চক্রবর্তী।

- Advertisement -

অভিনেত্রী-সাংসদ বর্তমানে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। জন্মদিনে নুসরাত নিজে মিডনাইট সেলিব্রেশনের একটি ছবি পোস্ট করেছেন। কেকের পিছনে হাসি মুখে বসে আছেন তিনি। কেকে লেখা হ্যাপি বার্থডে নয়না। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘এক বছর বয়স বেড়ে যাওয়াকে আগে কখনও এমন আশীর্বাদের মতো মনে হয়নি.. মন ভরা শুধুই কৃতজ্ঞতা।’

গত বছরের মাঝামাঝি সময়ে সামনে আসে নুসরাত জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সেই থেকে তাকে ঘিরে নানা জল্পনা নানা আলোচনা চলেছে। কিন্তু সব সময়ে মুখ বন্ধ রেখেছেন নুসরাত।

- Advertisement -

Related Articles

Latest Articles