8.1 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

তাইগ্রেতে বিমান হামলায় নিহত ৫৬

তাইগ্রেতে বিমান হামলায় নিহত ৫৬ - the Bengali Times

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার উত্তরাঞ্চলের তাইগ্রেতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের এক আশ্রয় শিবিরে বিমান হামলায় অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

- Advertisement -

তাইগ্রে অঞ্চলের উত্তর-পশ্চিমের দেদেবিত শহরের কাছের এক শরণার্থী শিবিরে ওই বিমান হামলা হয়েছে। শহরটির সঙ্গে প্রতিবেশী ইরিত্রিয়ার সীমান্ত রয়েছে।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই দাতব্য কর্মী বলেন, স্থানীয় কর্তৃপক্ষ বিমান হামলায় নিহতের তথ্য নিশ্চিত করেছে। হাসপাতালে শিশুসহ অন্যান্য আহতের চিকিৎসা নেওয়ার ছবি রয়টার্সের কাছে পাঠিয়েছেন তাইগ্রের ওই দুই দাতব্য কর্মী।

রয়টার্স মন্তব্যের জন্য যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেননি দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গেতনেত আদানে এবং সরকারের মুখপাত্র লিগেসে তুলু।

এর আগে তাইগ্রে বিদ্রোহীদের সঙ্গে ১৪ মাসের সংঘাতে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ অস্বীকার করেছে ইথিওপিয়ার সরকার।

- Advertisement -

Related Articles

Latest Articles