
ওমিক্রনের সংক্রমণের লাগাম টানতে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. তেরেসা ট্যাম। বেশ কিছু প্রদেশে এটিই এখন আধিপত্যকারী ভ্যারিয়েন্ট।
ড. ট্যাম বুধবার বলেন, আগের দিনে চেয়ে সারাদেশে এদিন ১১ হাজার ৩০০ জন বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। এক সপ্তাহ আগে দৈনিক সংক্রমণের চেয়ে সংখ্যাটা ৫ হাজার বেমি। মডেলিংয়ের পূর্বাভাস বলছে, জানুয়ারির শুরুর দিকেই সংক্রমণ খুব উঁচ্চে পৌঁছাবে।
কুইবেকের প্রিমিয়ার ফ্রাসোয়াঁ লেগু বুধবার সন্ধ্যায় প্রদেশে নতুন বিধিনিষেধের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, প্রদেশে এদিন নতুন করে ৯ হাজার কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছেন। এটা সম্ভবত রেকর্ড সর্বোচ্চ। প্রদেশে ব্যক্তিগত ছয় জন বা দুই পরিবারে সীমিত থাকবে।
যেসব রেস্তোরাঁ অর্ধেক সক্ষমতা নিয়ে পরিচালিত হচ্ছে এবং রাত ১০টার মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে তাদেরকেও টেবিলে অতিথির সংখ্যা ছয় জন বা দুই পরিবারে সীমাবদ্ধ রাখতে হবে।