
কী হলো? এরকম অর্থহীন নির্বাচন কানাডার ইতিহাসে খুব কম দেখা যায়। আবার অনেক টাকাও খরচ হলো। যেই লাউ সেই কদু। লাভবান হলো বিরোধী দলগুলো, ট্রুডো তার আস্থার জায়গা থেকে পেছালেন। কানাডার মানুষ আবেগ দিয়ে এক তরফ ভালোবাসার চাইতে পার্সোনালিটি বিশ্লেষণ করে বেশি। আমার ব্যক্তিগত আশংকা উনি আরো পেছাবেন। কনজারভেটিভদের আসার পথ সুগম করে দিলেন। আর আমরা হলাম গিনিপিগ। ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো নাচলাম, গাইলাম, উল্লাস প্রকাশ করলাম। কেউ কিছু বললে রাগ দেখিয়ে চোখ রাঙালাম; ট্রুডোর কোনো ফল্ট/ভুল শুনতে চাই না। শুধু প্রশংসা চাই। পাল্টাপাল্টি ঢিল ছুড়লাম। ট্রুডো ভাই আমাদের নিয়ে একটা রিসার্চ করলো।
ভদ্রলোককে আর সবার চাইতে এখনো কিছুটা যোগ্য মনে করি। তবুও তার জেতার আনন্দ প্রকাশকে খুব মেকি মনে হচ্ছে। সে কি সত্যি আনন্দিত? ফলাফলহীন, অর্থহীন ব্যাপার দেখে একজন নাগরিক হিসাবে খুব অস্বস্তিতে আছি। রাজনীতির, ক্ষমতার অপব্যবহার দেখতে পেলাম।
ভালো লাগে নাই।
অটোয়া, কানাডা