
অভিনেত্রী শবনম ফারিয়া পুরোনো ছবি
‘সংবাদ আতঙ্ক’ থেকে মুক্তি চাইলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। গতকাল সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন কথা জানান এই অভিনেত্রী। প্রয়োজনে তাকে বয়কট করার কথাও বলেন তিনি! তাও একটু মুক্তি চান। কারণে-অকারণে তাকে ঘিরে সংবাদ প্রকাশে ফারিয়া ও তার পরিবার ক্লান্ত। তাই এসব মুখোরোচক সংবাদ থেকে মুক্তি চান তিনি।
ফেসবুক বার্তায় ফারিয়া লিখেছেন, আমাকে নিয়ে কারণে/অকারণে অনেক সংবাদ হয়! কিছু সংবাদ দেখে হাসি, কিছু সংবাদ দেখে রাগ হয়! কিন্তু মাঝে মাঝে কিছু সংবাদ দেখে কি বলবো খুঁজে পাই না! অবাক হবো, মন খারাপ করবো নাকি ক্ষোভ ঝাড়বো বুঝি না।
And the comments we make without reading the news headlines, we have nothing to say? Are we so stupid! Many people say, ‘Apu, journalists love you so much, that’s why they do so much news.’ Brother, believe me, I do not need so much love! I’m really tired. Now let me have a little peace.
After all, this famous actress of Devi has written, after all these fabricated news, you don’t like so much unnecessary discussion / criticism anymore. Now please, relieve your ‘news panic’! Boycott me if necessary! Tao released a little. My family and I are tired, please.