9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

খেলায় হারলে কাঁদেন বিরাট, পাশে বসে দেখেন আনুশকা

খেলায় হারলে কাঁদেন বিরাট, পাশে বসে দেখেন আনুশকা - the Bengali Times
ফাইল ছবি

সময় ভালো যাচ্ছে বিরাট কোহলির। সম্প্রতি ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। যদিও দলের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত উজাড় করে দিয়ে লড়াই করাই তার নেশা। ভারতকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন। তার অধীনেই সবচেয়ে বেশি জয় পেয়েছে ভারত।

তারপরও তার টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার খবরে ব্যথিত হয়েছেন অনেকে। সে প্রসঙ্গ টেনেই স্বামীকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন আনুশকা শর্মা। অভিনেত্রী স্ত্রী লেখেন, ‘ভারতের অধিনায়ক হিসেবে তোমার অবদানে আমি গর্বিত। তোমার নেতৃত্বে যেভাবে টিম এগিয়েছে, তা বহুবার আমাকে আনন্দ দিয়েছে। কিন্তু তুমি কি জানো, এসব থেকেও তোমার নিজের মধ্যে যে বৃদ্ধি হয়েছে তাতে আমি আরও বেশি গর্বিত। ’

- Advertisement -

তিনি লেখেন, ‘তোমার শক্তির প্রতিটি কণা তুমি মাঠে দেওয়ার চেষ্টা করেছ। প্রতিটি হারের পর তোমার কান্না ভেজা চোখ আমি দেখেছি…হার তোমায় ভাবাত, কী করা যেত আর? এই জন্যই তো তুমি তুমিই সকলের থেকে আলাদা। তুমি তো ভান করতে পার না, বিরাট। তুমি যে শুদ্ধ। ’
সবশেষে স্বামীকে নিয়ে ‘পিকে’খ্যাত তারকা বলেন, ‘তুমি পদের লোভ করোনি কোনোদিন। তুমি সীমাহীন, আমাদের মেয়েও তার বাবার এই সাত বছরের জার্নি থেকে বহু কিছু শিখবে। যা করেছ ভালো করেছ। ’ ২০১৭ সালের ৯ ডিসেম্বর সকল জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেন কোহলি ও আনুশকা। আর বিয়ের তিন বছর পর তাদের সংসারে আসে প্রথম কন্যাসন্তান বামিকা।

- Advertisement -

Related Articles

Latest Articles