9.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

করোনা থেকে সেরে উঠেই জাহ্নবী নেমে গেলেন পুলে

করোনা থেকে সেরে উঠেই জাহ্নবী নেমে গেলেন পুলে - the Bengali Times
করোনা থেকে সেরে ওঠার পর সুইমিং পুলে জাহ্নবী

৪ জানুয়ারি থার্মোমিটার মুখে জাহ্নবী কাপুরের ছবি দেখেই যা বোঝার বুঝে যান ভক্তরা। এখন তো থার্মোমিটার, জ্বর-টর নিয়ে আলাপ মানেই কভিড শঙ্কা। ছবির সঙ্গে অবশ্য কভিড আক্রান্ত হওয়ার বিষয়টি খোলাসা করেন শ্রীদেবী কন্যা। জানান, ৩ জানুয়ারি তিনি ও তাঁর বোন খুশি কাপুর কভিড পরীক্ষার নমুনা দিয়েছিলেন। দুজনেই পজিটিভ। এরপর থেকে ছিলেন স্বেচ্ছানির্বাসনে।

এমনিতে জাহ্নবী এক জায়গায় স্থির থাকতে পারেন না, একটু সুযোগ পেলেও ঢুঁ মারেন এখানে সেখানে। তাঁর ইনস্টাগ্রাম দেখলেই তা বোঝা যায়। সারা আলী খানসহ ঘনিষ্ঠদের নিয়ে জাহ্নবীর একটা দলও আছে যারা সপ্তাহান্তে ঘুরতে ও পার্টি করতে বের হন। সেই জাহ্নবী কবে ‘মুক্তি’ পান সেটাই দেখার অপেক্ষা ছিলো ভক্তদের। অবশেষে দুই সপ্তাহ পর করোনামুক্ত হলেন জাহ্নবী। হয়েই ঝাঁপিয়ে পড়লেন সুইমিং পুলে। হলুদ বিকিনিতে জাহ্নবীর ছবি যথারীতি ঝড় তুলেছে অন্তর্জালে।

- Advertisement -

২০২২ সালে জাহ্নবীর তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা। এগুলো হলো ‘দস্তানা ২’, ‘গুড লাক জেরি’ ও ‘মিলি’। এরমধ্যে শেষেরটি ‘মিলি’ মালয়ালম হিট ছবি ‘হেলেন’-এর হিন্দি রিমেক। যার প্রযোজক জাহ্নবীর বাবা বনি কাপুর।

- Advertisement -

Related Articles

Latest Articles