
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে চলতি আসরে বাংলাদেশের যুবাদের শুরুটা ছিল হতাশার। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল খুবই বাজেভাবে। দ্বিতীয় ম্যাচে অবশ্য কানাডা অনূর্ধ্ব-১৯ দলকে সহজেই হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সেন্ট কিটসে বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচটিতে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ৮ উইকেটে জয় তুলে নেয় রাকিবুল হাসানের দল। ১৩৭ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ১১৯ বল হাতে রেখে।
রান তাড়া করতে নেমে দলীয় ২৬ রানে ফিরে যান ওপেনার মাহফিজুল ইসলাম রবিন (১২)। এরপর আরেক ওপেনার ইফতেখার হোসেন দ্বিতীয় উইকেটে প্রান্তিক নওরোজ নাবিলকে নিয়ে ৭৬ রানের জুটি গড়েন।
নাবিল ৩৩ রানে ফিরে গেলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ইফতেখার। ৮৯ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন ৭ চারে। অন্য প্রান্তে আইচ মোল্লা ২৬ বলে ২০ রানে অপরাজিত ছিলেন।
এর আগে রিপন মন্ডলের পেস ও মেহবর হাসানের স্পিন ঘূর্ণিতে পুড়েছে কানাডার যুবারা। দুজনই নিয়েছেন ৪টি করে উইকেট। ২ উইকেট নিয়েছেন আশিকুর জামান।
ফলে কানাডার যুবারা ৪৪.৩ ওভারে ১৩৬ রানেই গুটিয়ে যায়। দলটির প্রায় অর্ধেক রান করেছেন ওপেনার অনুপ চিমা। ১১৭ বলে ৭ চারে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। বাকিদের মধ্যে মাত্র দুজন দুই অঙ্কের স্কোর করতে পেরেছেন।
গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে শনিবার, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।