
রোশন সিংয়ের সঙ্গে বিয়ে রাখতে চান না শ্রাবন্তী
রোশন সিংয়ের সঙ্গে বিয়ে রাখতে চান না শ্রাবন্তী। কয়েক মাস আগেই ডিভোর্সের মামলা করেছেন এই চিত্রনায়িকা। তারই মাঝে গুঞ্জন ছিল নতুন করে প্রেমে পড়েছেন শ্রাবন্তী।
ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছে বেশ কিছু দিন ধরেই। প্রথমদিকে সেই সম্পর্কে রাখঢাক থাকলেও এখন দুজনকে একসঙ্গেই দেখা যাচ্ছে।
সম্প্রতি কলকাতায় ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলির রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন শ্রাবন্তী। সেখানে উপস্থিত ছিলেন অভিরূপও।
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রাবন্তীর বন্ধু প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত। যিনি বর্তমানে ওই রেস্তোরাঁর দায়িত্বে রয়েছেন।
কালো নীল শিফন শাড়িতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বন্ধুদের সঙ্গে ছবি তুলেছেন শ্রাবন্তী।