16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কোয়ারেন্টিনের নিরাপদ জায়গা টরন্টোর আইসোলেশন সেন্টার

কোয়ারেন্টিনের নিরাপদ জায়গা টরন্টোর আইসোলেশন সেন্টার - the Bengali Times

বাড়িতে আইসোলেশনের সুযোগ নেই ও যেসব আন্তর্জাতিক যাত্রীদের তিনদিনের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক তাদেরকে আশ্রয় দিতে স্বাগত জানাচ্ছে টরন্টোর ভলান্টারি কোভিড-১৯ আইসোলেশন সেন্টার। আইসোলেশন ও কোয়ারেন্টিন দুটি কর্মসূচিই এখানে সমান্তরালভাবে চলছে বলে জানান টরন্টো জনস্বাস্থ্য বিভাগের মুখপাত্র সোনিয়া বুর্জোয়া।

- Advertisement -

ভলান্টারি আইসোলেশন সেন্টারটির অবস্থান সম্পর্কে সিটি কর্তৃপক্ষ কিছু না জানালেও ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবি বলছে, এটি টরন্টো এয়ারপোর্টের হিল্টন গার্ডেন ইনে অবস্থিত।

ভ্রমণকারীদের জন্য টরন্টো অনুমোদিত কোয়ারেন্টিন সাইট হিসেবে ব্যবহারের উদ্দেশে এয়ারপোর্ট সংলগ্ন হোটেলের সংখ্যা ২০টিতে উন্নীত হলেও ২২ ফেব্রুয়ারি চালু করা শুরুর দিকটার ছয়টি সাইটের মধ্যে ছিল না।

- Advertisement -

Related Articles

Latest Articles