6.2 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

বান্ধবীর বাসায় নিখোঁজ তরুণের লাশ

বান্ধবীর বাসায় নিখোঁজ তরুণের লাশ - the Bengali Times
প্রতীকী ছবি

রাজধানী ভাটারার নতুন বাজার নুরেরচালা এলাকায় বান্ধবীর বাসায় নাজমুল আলম সেজান (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বান্ধবীর দাবি, সেজান ড্রয়িংরুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের দাবি, গত সোমবার বিকেলে বের হয়েছিলেন সেজান। রাতে বাসায় না ফেরলেও তার মোবাইল ফোনটি বন্ধ পান স্বজনেরা। মঙ্গলবার রাতে তারা জানতে পারেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেজানের লাশ পড়ে আছে।

- Advertisement -

সেজান একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কিছুদিন আগে ভর্তি হয়েছিলেন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে। তার বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিমপুরে। তবে সে বাবা-মায়ের সঙ্গে গুলশানের কলাচাঁদপুরে থাকতেন। তিন ভাইয়ের মধ্যে সে সবার বড় ছিল।

পুলিশ বলছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই নারী সেজানকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দুইজনের একজন নিজেকে সেজানের বান্ধবী বলে দাবি করেছেন, অপরজন বান্ধবীর মা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চ মিয়া জানান, ওই তরুণের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তার বান্ধবী ও মাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য নেওয়া হচ্ছে। ঘটনাটি ভাটারা থানাকে জানানো হয়েছে।

খবর পেয়ে হাসপাতালে যান সেজানের বাবা রিয়েল এস্টেট ব্যবসায়ী সাইফুল আলম। তিনি জানান, হাসপাতাল থেকে পুলিশের ফোন পেয়ে এসে দেখেন ছেলের লাশ। তার ছেলের আত্মহত্যার কোনো কারণ তিনি পাচ্ছেন না। বান্ধবীর বাসায় সেজানকে হত্যা করা হতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles