বান্দরবানের আলীকদমে ঘুমের মধ্যেই আগুনে পুড়ে ছাই হলেন দুই যুবক। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের কলার ঝিরি লাংরি মুরং পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লাংরি পাড়ার কারবারির ছেলে রেংনং ম্রো (৩৬) ও একই এলাকার বাসিন্দা রিংরাও ম্রো (৩২)। দগ্ধ ব্যক্তির নাম মেনরাই ম্রো (৪২)।
স্থানীয়দের ধারণা, রাতে অতিরিক্ত মদ পান করে অবচেতন অবস্থায় কুপি না নিভিয়েই ঘুমিয়ে পড়েন ওই তিন যুবক। গভীর রাতে কোনভাবে কুপি পড়ে গিয়ে ঘরে আগুন লেগে যায়। ফলে ঘুমন্ত অবস্থায়ই পুড়ে অঙ্গার হন দুজন। তবে, পাশের রুমে থাকায় এ ঘটনায় প্রাণে বেঁচে গেলেও আহত হন মেনরাই ম্রো।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানান, ‘খবর পেয়ে ভোরে আমরা ঘটনাস্থলে যাই। দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত হাসপাতালে ভর্তি করা হয়েছে।