
মাসুম আজিজ ছবি সংগৃহীত
মঞ্চ, টেলিভিশন আর সিনেমায় তার খ্যাতি রয়েছে। বিশ্ববিদ্যালয় জীবন থেকে থিয়েটারের সঙ্গে মাসুম আজিজ। প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন ১৯৮৫ সালে। দীর্ঘ কর্মজীবনে চার শতাধিক নাটকে অভিনয় করেছেন মাসুম আজিজ। ২০০৬ সালে ‘ঘানি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।
অনুভূতি জানতে চাইলে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সময় সংবাদকে তিনি বলেন, গতকাল (বুধবার) বিকেলে প্রথম জানতে পারি আমি একুশে পদক পাচ্ছি। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ফোন করে আমাকে জানানো হয়। আজকে তালিকায় আমার নাম দেখার পর থেকে শুধু কান্না আসছে। আমার স্ট্রাগল তো সবার জানা। জীবনের সব কিছু বাদ দিয়ে থিয়েটার করেছি। অভিনয়ে বিরতি দেইনি, সেটারই ফল বোধহয় পেয়েছি।
সরকারকে ধন্যবাদ জানিয়ে মাসুম আজিজ বলেন, আমি সম্মাননা পাওয়াতে অনেকে খুশি হয়েছেন। থিয়েটার ও নাটকের মানুষ খুশি হয়েছেন। এর চেয়ে প্রাপ্তি আর নেই। আমার পাওয়ায় অনেকে খুশি, এটাই আমার পাওয়া।
এ বছর অভিনয়ে আরও পদক পাচ্ছেন খালেদ মাহমুদ খান (মরণোত্তর), আফজাল হোসেন।
মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সরকার ১৯৭৬ সাল থেকে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি স্বর্ণপদক, এককালীন অর্থ ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।