9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ছোটবেলা কাটানো দিল্লির বাংলোটি বিক্রি করে দিলেন অমিতাভ বচ্চন

ছোটবেলা কাটানো দিল্লির বাংলোটি বিক্রি করে দিলেন অমিতাভ বচ্চন - the Bengali Times
অমিতাভ বচ্চন

ভারতের দিল্লিতে অমিতাভ বচ্চনের যে বাসভবন ছিল, তা বিক্রি করে দিয়েছেন এই অভিনেতা। খবর‍ দ্যা ওয়ালের। ভারতরে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বচ্চনের দিল্লির বাংলোটি ২৩ কোটি রুপিতে কিনে নিয়েছেন তাদের পারিবারিক এক বন্ধু। এই বাড়িতেই ছোটবেলা কেটেছিল বিগ বি’র । মুম্বাইয়ে পাড়ি দেয়ার আগে বাংলোটিতে থাকতেন তিনি।

ধারণা করা হচ্ছে, দক্ষিণ দিল্লির গুলমোহর পার্কের এই বাড়ি বচ্চন পরিবারের প্রথম বাসভবন। এখানেই বাবা-মায়ের সান্নিধ্যে বেড়ে উঠেছেন বিগ বি। বিলাসবহুল ওই বাংলোর নাম ‘সোপান’। বাড়িটি ৪১৮.০৫ বর্গমিটার জুড়ে রয়েছে।

- Advertisement -

বাংলোটি কিনে নেয়া অমিতাভ বচ্চনের সেই বন্ধুটির নাম অবনি ভাদর। তিনি গুলমোহর পার্ক এলাকাতেই থাকেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

মুম্বাইয়ে অবশ্য এখন পাঁচটি চোখধাঁধানো বাংলো রয়েছে বচ্চন পরিবারের। প্রতীক্ষা, বৎস, জলসা, জনক ও আম্মু— এই পাঁচটি বাংলোর মালিক বিগ বি। এছাড়া মুম্বাইয়ের পশ্চিমাংশে আন্ধেরিতেও একটি ডুপ্লেক্স কিনেছেন বচ্চন পরিবার।

- Advertisement -

Related Articles

Latest Articles