
গ্রীষ্মের গড় তাপমাত্রার চেয়ে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের তাপমাত্রা বেশি থাকলেও গত বছরের মতো এবার অতোটা উষ্ণ হবে না বলে জানিয়েছেন কানাডার জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ডেভ ফিলিপস। তিনি বলেন, টরন্টোতে স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রার গ্রীষ্ম পেতে চাইলে আপনাদের ১২ বছর আগে ফিরে যেতে হবে। সুতরাং বলা যায়, এটা অপ্রত্যাশিত নয়। আমার মনে হয়, এটা চমৎকার গ্রীষ্ম। খুব বেশি গরমও নয়, খুব বেশি ঠান্ডাও নয়।
এদিকে, গ্রীষ্মের প্রথম দিনটিকে রোববার স্বাগত জানিয়েছেন টরন্টোর কর্মকর্তারা। তবে টরন্টোবাসী এবার স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ ও আর্দ্র গ্রীষ্ম দেখতে পাবেন বলে পূর্বাভাস দিয়েছেন ফিলিপস।
রোববার সকালে তিনি বলেন, এরই মধ্যে আমরা সেটা টের পাচ্ছি। টরন্টোবাসী এ পর্যন্ত বেশ কয়েকটি উষ্ণ ও আর্দ্র দিনের অভিজ্ঞতা নিয়েছেন। ৩০ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে তাপমাত্রা উঠেছে। আমার মনে হয়, মোট ছয়দিন ৩০ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে তাপমাত্রা ছিল। এ তাপমাত্রা স্বাভাবিক গ্রীষ্মের চেয়ে বেশি। জুন মাসের তাপমাত্রা অবশ্যই স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।