
যারা একেবারে মনস্থির করে ফেলেছেন, মেরে-কেটে ফেললেও ফাইজার ছাড়া অন্য কোন ভ্যাক্সিন দ্বিতীয় ডোজ হিসেবে নিবেন না, পোস্টটি তাদের জন্য।
বেশ কিছু ফার্মাসীতে ফাইজার ভ্যাক্সিন দিচ্ছে। তবে wishlist এ থাকতে হবে। wishlist এ থাকলে ফাইজার ভ্যাক্সিন নেওয়ার জন্য ফার্মাসী থেকে কল দিবে। সেক্ষেত্রে কল পাওয়ার একঘন্টার মধ্যে ফার্মাসীতে পৌঁছাতে হবে।তবে কলের জন্য বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। আপনি ইচ্ছে করলে একাধিক ফার্মাসীতে বুকিং দিয়ে রাখতে পারেন।
বুকিংয়ের জন্য নিচের লিংকটি ব্যবহার করতে হবে।
https://covid-19.ontario.ca/vaccine-locations
ফার্মাসীর তালিকা আসলে সেখানে লেখা থাকবে তারা কোন ভ্যাক্সিন দিচ্ছে। ফার্মাসীর ওবেসাইটে গিয়ে বুকিং দিতে হবে।
উল্লেখ্য যে, সিটি পরিচালিত ক্লিনিক গুলিতে এই মুহূর্তে ফাইজার ভ্যাক্সিনের স্বল্পতা রয়েছে। ফলে যাদের বুকিং জুলাইয়ের ৪ তারিখের মধ্যে আছে, তাদের ভাগ্যে ফাইজার ভ্যাক্সিন নাও জুটতে পারেন। সেক্ষেত্রে তাদেরকে দ্বিতীয় ডোজ হিসাবে মডার্না অফার করা হতে পারে। মডার্না এবং ফাইজার উভয়ই mRna ভ্যাক্সিন। ফলে এই দুই ভ্যাক্সিনের যে কোনটি দ্বিতীয় ডোজ হিসাবে নেওয়ার ক্ষেত্রে কোন সমস্যা নাই।
স্কারবোরো, কানাডা