-2 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

জলবায়ু মন্ত্রীকে চরমপন্থী বললেন জেসন কেনি

জলবায়ু মন্ত্রীকে চরমপন্থী বললেন জেসন কেনি - the Bengali Times
আলবার্টা প্রিমিয়ার জেসন কেনি

ফেডারেল জলবায়ু মন্ত্রী স্টিভেন গিলবোল্ট চরমপন্থী বলে মন্তব্য করেছেন আলবার্টার প্রিমিয়ার জেসন কেনি। তবে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তার সম্পর্ক পেশাদারিত্বের বলেও মন্তব্য করেন তিনি।

দ্য ওয়েস্ট ব্লকের মার্সিডিজ স্টিফেনসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জলবায়ু রক্ষায় ফেডারেল সরকারের নীতি নিয়ে তার উদ্বেগ পুনর্ব্যক্ত করেন কেনি। তিনি বলেন, একদিকে তিনি ফেডারেল সরকারের নীতির বিরুদ্ধে লড়াই করবেন অন্যদিকে ট্রুডোর সঙ্গে কাজও করবেন। আমি এটাকে বলছি পেশাদারিত্ব। অনেকগুলো ইস্যু আছে যা নিয়ে আমাদের মধ্যে মতদ্বৈততা রয়েছে। সকলেই তা জানে। আবার এমন কিছু বিষয় আছে যা নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে পারি।

- Advertisement -

তবে ট্রুডোর জলবায়ু মন্ত্রী স্টিভেন গিলবোল্টের ব্যাপারে তার মূল্যায়নটা একেবারে ছাচাছোলা। কেনি তাকে জলবায়ুগত চরমপন্থী হিসেবে আখ্যায়িত করে বলেন, এই পদে তার নিয়োগ আলবার্টার জনগণের জন্য খুবই উদ্বেগের।

জলবায়ু ইস্যুতে জাস্টিন ট্রুডো তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে চলেছেন এবং জ্বালানি তেলের দামের অস্থিতিশীলতা ও সবজু প্রযুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিশে^র মনোযোগের কারণে আলবার্টার অর্থনীতি কয়েক বছর ধরেই কঠিন সময় পার করছে।

কেনির মতে, এ সমস্যার সমাধান আলবার্টার তেল ও গ্যাসক্ষেত্র বন্ধ করে দেওয়ার মধ্যে নেই। উত্তর নিহিত কার্বন নিঃসরণ কমাতে সক্ষম প্রযুক্তির উন্নয়নের মধ্যে। আশা করি দেশেল সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী শিল্পটিকে আঘাত না করে ফেডারেল সরকার কার্বন নিঃসরণ কমানোর প্রযুক্তি উন্নয়ন ও গ্রহণে আমাদের সঙ্গে কাজ করবে।

জ্বালানি তেল থেকে মুনাফা কমতে থাকায় বড় ধরনের বাজেট ঘাটতি অব্যাহত রয়েছে আলবার্টার। তারপরও রাজকোষ ভরতে আসন্ন বাজেটে বাড়তি কর আরোপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছেন কেনি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles