1 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

রেকর্ডিং বন্ধ রেখে টেস্ট ক্রিকেট দেখতে যেতেন লতা

রেকর্ডিং বন্ধ রেখে টেস্ট ক্রিকেট দেখতে যেতেন লতা - the Bengali Times

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ২৫ হাজারের বেশি গান করেন ৭ দশক ধরে

গানের জগতের বাইরে যদি আর কোনও দুনিয়া থেকে থাকে লতা মঙ্গেশকরের, তা ছিল ক্রিকেট। ভারতীয় ক্রিকেট টিমের গুণমুগ্ধ ভক্ত ছিলেন তিনি। শুধু তাই নয়, এতটাই ক্রিকেট অনুরাগ ছিল যে, মাঠে খেলাও দেখতে যেতেন। অনেক সময় রেকর্ডিংয়ে বিরতি দিয়ে টেস্ট ম্যাচ খেলা দেখতে গিয়েছেন। ডন ব্রাডম্যানের স্বাক্ষর করা একটি ছবি তার গর্বের একটি জিনিস।

৯২ বছর বয়সে মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারত রত্ন লতা মঙ্গেশকর। গানের পাখির গলা দিয়ে বেরোবে না আর নতুন সুর, সুরের দ্যোতনায় মুগ্ধ হবে না চারপাশ।

- Advertisement -

সামাজিক যোগাযোগমাধ্যম ভরে গিয়েছে লতার প্রতি ক্রীড়াতারকাদের শ্রদ্ধার্ঘ্যে। সদ্য সাবেক হওয়া ভারতের অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ‘লতাজির মৃত্যুতে ভীষণভাবে শোকাহত। তার সুমধুর গান বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে। গান আর স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ। তার পরিবার ও কাছের মানুষদের প্রতি আমার সমবেদনা।’

লতার আরও একটি পছন্দের জিনিস গাড়ি। বিভিন্ন সময় তিনি ধূসর রঙের হিলম্যান এবং নীল শেভ্রোলেট গাড়ি ব্যবহার করেছেন। ক্রাইসেলার এবং মার্সিডিজও ব্যবহার করেছেন লতা।

শুধু গাড়ি নয়, পশুপাখির প্রতিও আলাদা টান ছিল লতা মঙ্গেশকরের। বাড়িতে অন্তত নয়টি কুকুর পুষতেন তিনি। পছন্দ করতেন রান্না করতে। ক্যামেরা দিয়ে ছবি তুলতেও পছন্দ করতেন এই শিল্পী। যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে সারারাত স্লট মেশিনে খেলতেন তিনি। এটাও নাকি তার খুব পছন্দের খেলা ছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles