বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে দেশের ৬৪টি জেলার প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন। এসএসসি বা সমমান পরীক্ষায় পাস (ন্যূনতম জিপিএ ২.৫) করা পুরুষ ও নারী উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে (http://police.teletalk.com.bd) ১ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে।
বাছাই পরীক্ষা হবে জেলাভেদে নির্ধারিত সময়সূচি অনুযায়ী।
কোন জেলা থেকে কতজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে, সে তালিকাও প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।
বিভাগ ও জেলাভিত্তিক পুরুষ ও নারীদের পদের সংখ্যা—
ঢাকা বিভাগ :
ঢাকা জেলায় কনস্টেবল পদে মোট ৩৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে, এর মধ্যে পুরুষ ২৮৪ ও নারী ৫০ জন;
গাজীপুরে মোট ৯৪ (পুরুষ ৮০ ও নারী ১৪ জন),
মানিকগঞ্জে মোট ৩৯ (পুরুষ ৩৩ ও নারী ৬ জন),
মুন্সীগঞ্জে মোট ৪০ (পুরুষ ৩৪ ও নারী ৬ জন),
নারায়ণগঞ্জে মোট ৮২ (পুরুষ ৭০ ও নারী ১২ জন),
নরসিংদীতে মোট ৬২ (পুরুষ ৫২ ও নারী ১০ জন),
ফরিদপুরে মোট ৫৩ (পুরুষ ৪৫ ও নারী ৮ জন),
গোপালগঞ্জে মোট ৩৩ (পুরুষ ২৮ ও নারী ৫ জন),
মাদারীপুরে মোট ৩৩ (পুরুষ ২৮ ও নারী ৫ জন),
রাজবাড়ীতে মোট ২৯ (পুরুষ ২৫ ও নারী ৪ জন),
শরীয়তপুরে মোট ৩২ (পুরুষ ২৭ ও নারী ৫ জন),
কিশোরগঞ্জে মোট ৮১ (পুরুষ ৬৯ ও নারী ১২ জন),
টাঙ্গাইলে মোট ১০০ (পুরুষ ৮৫ ও নারী ১৫ জন)।
ময়মনসিংহ বিভাগ :
ময়মনসিংহ জেলায় মোট ১৪২ (পুরুষ ১২১ ও নারী ২১ জন),
জামালপুরে মোট ৬৪ (পুরুষ ৫৪ ও নারী ১০ জন),
নেত্রকোনায় মোট ৬২ (পুরুষ ৫৩ ও নারী ৯ জন),
শেরপুরে মোট ৩৮ (পুরুষ ৩২ ও নারী ৬ জন)।
চট্টগ্রাম বিভাগ :
চট্টগ্রাম জেলায় মোট ২১২ (পুরুষ ১৮০ ও নারী ৩২ জন),
বান্দরবানে মোট ১১ (পুরুষ ৯ ও নারী ২ জন),
কক্সবাজারে মোট ৬৪ (পুরুষ ৫৪ ও নারী ১০ জন),
ব্রাহ্মণবাড়িয়ায় মোট ৭৯ (পুরুষ ৬৭ ও নারী ১২ জন),
চাঁদপুরে মোট ৬৭ (পুরুষ ৫৭ ও নারী ১০ জন),
কুমিল্লায় মোট ১৫০ (পুরুষ ১২৭ ও নারী ২৩ জন),
খাগড়াছড়িতে মোট ১৭ (পুরুষ ১৫ ও নারী ২ জন),
ফেনীতে মোট ৪০ (পুরুষ ৩৪ ও নারী ৬ জন),
লক্ষ্মীপুরে মোট ৪৮ (পুরুষ ৪১ ও নারী ৭ জন),
নোয়াখালীতে মোট ৮৬ (পুরুষ ৭৩ ও নারী ১৩ জন),
রাঙামাটিতে মোট ১৬ (পুরুষ ১৪ ও নারী ২ জন)।
রাজশাহী বিভাগ :
রাজশাহী জেলায় মোট ৭২ (পুরুষ ৬১ ও নারী ১১),
জয়পুরহাটে মোট ২৫ (পুরুষ ২১ ও নারী ৪ জন),
পাবনায় মোট ৭০ (পুরুষ ৬০ ও নারী ১০ জন),
সিরাজগঞ্জে মোট ৮৬ (পুরুষ ৭৩ ও নারী ১৩ জন),
নওগাঁয় মোট ৭২ (পুরুষ ৬১ ও নারী ১১ জন),
নাটোরে মোট ৪৭ (পুরুষ ৪০ ও নারী ৭ জন),
চাঁপাইনবাবগঞ্জে মোট ৪৬ (পুরুষ ৩৯ ও নারী ৭ জন),
বগুড়ায় মোট ৯৪ (পুরুষ ৮০ ও নারী ১৪ জন)।
রংপুর বিভাগ :
রংপুর জেলায় মোট ৮০ (পুরুষ ৬৮ ও নারী ১২ জন),
দিনাজপুরে মোট ৮৩ (পুরুষ ৭১ ও নারী ১২ জন),
গাইবান্ধায় মোট ৬৬ (পুরুষ ৫৬ ও নারী ১০ জন),
কুড়িগ্রামে মোট ৫৮ (পুরুষ ৪৯ ও নারী ৯ জন),
লালমনিরহাটে মোট ৩৫ (পুরুষ ৩০ ও নারী ৫ জন),
নীলফামারীতে মোট ৫১ (পুরুষ ৪৩ ও নারী ৮ জন),
পঞ্চগড়ে মোট ২৮ (পুরুষ ২৪ ও নারী ৪ জন),
ঠাকুরগাঁওয়ে মোট ৩৯ (পুরুষ ৩৩ ও নারী ৬ জন)।
খুলনা বিভাগ :
খুলনা জেলায় মোট ৬৪ (পুরুষ ৫৫ ও নারী ৯ জন),
যশোরে মোট ৭৭ (পুরুষ ৬৫ ও নারী ১২ জন),
ঝিনাইদহে মোট ৪৯ (পুরুষ ৪২ ও নারী ৭ জন),
মাগুরায় মোট ২৬ (পুরুষ ২২ ও নারী ৪ জন),
নড়াইলে মোট ২০ (পুরুষ ১৭ ও নারী ৩ জন),
বাগেরহাটে মোট ৪১ (পুরুষ ৩৫ ও নারী ৬ জন),
সাতক্ষীরায় মোট ৫৫ (পুরুষ ৪৭ ও নারী ৮ জন),
চুয়াডাঙ্গায় মোট ৩১ (পুরুষ ২৬ ও নারী ৫ জন),
কুষ্টিয়ায় মোট ৫৪ (পুরুষ ৪৬ ও নারী ৮ জন),
মেহেরপুরে মোট ১৮ (পুরুষ ১৫ ও নারী ৩ জন)।
বরিশাল বিভাগ :
বরিশাল জেলায় মোট ৬৪ (পুরুষ ৫৫ ও নারী ৯ জন),
ভোলায় মোট ৪৯ (পুরুষ ৪২ ও নারী ৭ জন),
ঝালকাঠিতে মোট ১৯ (পুরুষ ১৬ ও নারী ৩ জন),
পিরোজপুরে মোট ৩১ (পুরুষ ২৬ ও নারী ৫ জন),
বরগুনায় মোট ২৫ (পুরুষ ২১ ও নারী ৪ জন),
পটুয়াখালীতে মোট ৪৩ (পুরুষ ৩৭ ও নারী ৬ জন)।
সিলেট বিভাগ :
সিলেট জেলায় মোট ৯৫ (পুরুষ ৮১ ও নারী ১৪ জন),
মৌলভীবাজারে মোট ৫৩ (পুরুষ ৪৫ ও নারী ৮ জন),
সুনামগঞ্জে মোট ৬৮ (পুরুষ ৫৮ ও নারী ১০ জন),
হবিগঞ্জে মোট ৫৮ (পুরুষ ৪৯ ও নারী ৯ জন)।
সূত্র : নতুন সময়