-1.5 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

বাংলাদেশে ‘কোক স্টুডিও বাংলা’র পথচলা শুরু

বাংলাদেশে ‘কোক স্টুডিও বাংলা’র পথচলা শুরু - the Bengali Times

বিশ্বব্যাপী সমাদৃত সংগীতায়োজন ‘কোক স্টুডিও’র বাংলা সংস্করণ ‘কোক স্টুডিও বাংলা’ প্ল্যাটফর্মের শুভ সূচনা হয়েছে।

- Advertisement -

সোমবার রাতে রাজধানীর হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এই নতুন প্ল্যাটফর্মের উদ্বোধন করেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, কোক স্টুডিও ফিউশনধর্মী গানের জন্য বিখ্যাত। আমাদের প্রতিবেশী দেশ ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে কোক স্টুডিও যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছে, ‘কোক স্টুডিও বাংলা’ বিশ্বব্যাপী তার থেকেও বেশি জনপ্রিয়তা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।

কে এম খালিদ বলেন, বাঙালি একটি সংগীত ও সংস্কৃতিপ্রেমী জাতি। ‘৫২ এর ভাষা আন্দোলন ও ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাঙালির অনুপ্রেরণার অন্যতম উৎস ছিল সংগীত। ভাষা আন্দোলনের এ মাসে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী মানুষের জন্য ‘কোক স্টুডিও’র বাংলা সংস্করণ ‘কোক স্টুডিও বাংলা’ প্ল্যাটফর্মের সূচনা কোকাকোলা বাংলাদেশের একটি চমৎকার উদ্যোগ বলে মনে করি। বাংলাদেশের বৈচিত্র্যময় গানের ভাণ্ডারকে ব্যবহার করে তারা আমাদের অনন্য কিছু উপহার দেবে বলে আমরা আশাবাদী।

বাংলাদেশে ‘কোক স্টুডিও বাংলা’র পথচলা শুরু - the Bengali Times

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব‌্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোকাকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টা ডাই টুং।

- Advertisement -

Related Articles

Latest Articles