রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে আরও তিনটি রুটে ‘ঢাকা নগর পরিবহন’ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ডিএসসিসির নগর ভবনে বাস রুট রেশনালাইজেশনের ২১তম সভা শেষে ব্রিফিংয়ে তিনি তথ্য জানান।
নতুন তিনটি রুট হলো কেরানীগঞ্জের ঘাটারচর থেকে রাজধানীর ফার্মগেট হয়ে নারায়ণগঞ্জ ভুলতা, ঘাটারচর থেকে মোহাম্মদপুরের বছিলা, সায়েন্সল্যাব হয়ে কাঁচপুরের মেঘনা ঘাট পর্যন্ত এবং ঘাটারচর থেকে রাজধানীর কাকরাইল হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত।
নতুন তিনটি রুটে কবে নাগাদ এ সেবা চালু হচ্ছে জানতে চাইলে মেয়র তাপস বলেন, শিগগিরই আরও ৬৫টি বাস নামবে। এতে সংকট দূর হবে। তাছাড়া যাত্রীদের সেবার উদ্দেশেই যেহেতু এ প্রকল্প, তাই যেকোনও মূল্যে সমস্যার সমাধান করা হবে। সেই সঙ্গে ওই রুটে যাত্রী ছাউনিও দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।
চালুকৃত রুটে লাভ-লোকসানের পরিমাণ কেমন, এ প্রশ্নে শেখ তাপস বলেন, লাভ- লোকসান এখনই হিসাব করা হচ্ছে না। যেহেতু মাত্র শুরু হলো, তাই লাভ- লোকসানের দিকে না তাকিয়ে আপাতত সেবার বিষয়টি নিশ্চিত করতে চাই। যেকোনও বিনিয়োগে শুরু থেকেই লাভ আশা করা যায় না। তবে বর্তমানে যে অবস্থা তাতে বুঝা যাচ্ছে, লাভ-লোকসান দুটোই সমান। ভবিষ্যতে লাভের আশা রয়েছে।
এর আগে, গত বছরের ২৬ ডিসেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে ৫০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহন চালু হয়।
সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন, ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমুখ।
সূত্র : বার্তা ২৪