
এবারের বিপিএলে ভাগ্য সুপ্রসন্ন সাকিব আল হাসানের। ফর্মে আছেন, ভালো খেলছেন। অধিনায়কত্বও করছেন দারুণ।
তার দল ফরচুন বরিশাল সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে। কিন্তু দেশের ক্রীড়ামোদিরা পড়ে আছেন সাকিবকে নিয়ে মাঠের বাইরের এক খবরে।
প্রশ্ন উঠেছে – বিপিএল রেখে কীসের পেছনে ছুটছেন সাকিব?
এমন প্রশ্নের জন্য বিশ্বসেরা অলরাউন্ডারই দায়ী।
সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপলোড করেছেন সাকিব। ক্যাপশনে তিনি নিজেই প্রশ্ন ছুড়েছেন, কীসের পেছনে ছুটছি আমি, বলুন তো?
সাকিবের সেই পোস্ট নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম এখন তোলপাড়।
কয়েক সেকেন্ডের ওই ভিডিওক্লিপে দেখা যাচ্ছে – গহীন অরণ্যে কিছু একটা ধরার জন্য ছুটছেন সাকিব। কিসের জন্য এবং কী পাওয়ার জন্য সাকিবের এভাবে দৌড়াচ্ছেন? সিনেমার হিরোদের মতো লম্ফঝম্ফ দিচ্ছেন!
তাই নিয়েই যত শোরগোল।
সাকিবের প্রশ্নের জবাব ও ভিডিওর রহস্য জানতে উদগ্রীব তার ভক্ত-অনুরাগীরা। অনেকে ভিডিওর তলায় মন্তব্য করেছেন, ‘আবার কী হলো?’ ‘কই যাচ্ছে সাকিব?’, ‘টাইগার কি বাঘরে ধাওয়া করতেছে নাকি?’, ‘আর কতো দৌড়াইবেন বস?’ ইত্যাদি।
সাকিব সেই রহস্যের ধুম্রজাল এখনই ভেদ করবেন না অবশ্য।
তবে ধারণা করা হচ্ছে, কোনো একটি ব্র্যান্ডের প্রচারণায় এই ভিডিও নির্মিত। শিগগিরই তা জানা যাবে।