11.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

ওবায়দুল কাদেরকে ‘লাল কার্ড’ দেখাবেন কাদের মির্জা

ওবায়দুল কাদেরকে ‘লাল কার্ড’ দেখাবেন কাদের মির্জা - the Bengali Times
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা পুরোনো ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘লাল কার্ড’ দেখানোর ঘোষণা দিয়েছেন তার ছোটভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। আজ বুধবার বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে নিজের অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

কাদের মির্জা বলেন, ‘ওবায়দুল কাদের স্ত্রীর কথা মতো ইউপি নির্বাচনে ভাগিনা ও অপশক্তিদের জেতানোর জন্য ভোটারদের লাল কার্ড দেখিয়েছেন। ভোটাররাও সামনে তাকে লাল কার্ড দেখাবে।’

- Advertisement -

তিনি বলেন, ‘আমাকে দাফন করে দিয়েছে কোম্পানীগঞ্জে। নির্বাচনের আগ মুহুর্তে জামায়াতে তিন প্রার্থীর পরাজয় ও মন্ত্রীর তিন ভাগনেকে জেতাতে বলা হয়েছে। আমার প্রার্থীরা প্রশাসনকে টাকা দিয়ে তিনজন জিতেছে। বাকিদেরকে কারসাজি করে হারিয়ে দেওয়া হয়েছে।’

কাদের মির্জা বলেন, ‘আমিও কথা দিচ্ছি আগামী সব নির্বাচনে আমার মনোনীত প্রার্থী দেওয়া হবে। সাবেক কাউন্সিলর আবুল খায়ের জেলা পরিষদের নির্বাচন সদস্য প্রার্থী হবেন।’

এর আগে গত সোমবার ইউপি নির্বাচনে কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের নির্বাচনে কাদের মির্জার তিন, তার প্রতিপক্ষ মিজানুর রহমান বাদলের চার ও জামায়াতের এক প্রার্থী জয়লাভ করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles