9.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

কেন বাণিজ্যমন্ত্রীর পদ খুইয়েছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী?

কেন বাণিজ্যমন্ত্রীর পদ খুইয়েছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী? - the Bengali Times

ঢাকায় বাণিজ্য মিশন খুলেছিল তাইওয়ান। এর জেরে তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি হয়। আর চীনকে খুশি করতেই তৎকালীন বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বরখাস্ত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বিএনপি সরকার। তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সাবেক বিমান বাহিনীর প্রধান আলতাফ হোসেন চৌধুরীকে। সেই খসরু এখন বিএনপির অন্যতম নীতিনির্ধারক। দলের ৬ষ্ঠ কাউন্সিলের পর ২০১৬ সালে তাকে স্থায়ী কমিটির সদস্য করা হয়।

- Advertisement -

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক নিবিড় হয়। কিন্তু খালেদা জিয়ার আমলে এই সম্পর্কে বড় ধরনের ছন্দপতন ঘটে। বিশেষ করে ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় আসার পর ঢাকায় তাইওয়ানকে বাণিজ্য মিশন খোলার অনুমতি দেওয়ায় ক্ষুব্ধ হয় চীন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর কারণেই তখন দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে।

জানা যায়, বাংলাদেশে তাইওয়ানের কনসুল খোলার অনুমতি দিয়েছিল তৎকালীন বাংলাদেশ বিনিয়োগ বোর্ড। এই বোর্ডের আইনের অধীনে নিবন্ধিত নতুন বাণিজ্য প্রতিনিধিত্বমূলক অফিসের মাধ্যমে জনশক্তি আমদানির সুযোগ পায় তাইওয়ান। অবশ্য ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই কনসুল বন্ধ করে দেয়।

এদিকে একাদশ সংসদ নির্বাচনের আগে চীনের সঙ্গে পুরানো সম্পর্ক মেরামত করতে মনোযোগ দেয় বিএনপি। বিএনপির হাইকমান্ড চীনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ধরে রাখতে চেষ্টা করছে।

এরই অংশ হিসেবে ২০১৯ সালের ফেব্রুয়ারির শুরুতে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ‘টিম লিডার’ করে দলের ফরেইন অ্যাফেয়ার্স কমিটি পুনর্গঠনের নির্দেশ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তখন অবশ্য দলের অভ্যন্তরে প্রশ্ন উঠে- চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টার মধ্যে আমীর খসরুকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় পুরানো ইস্যু সামনে চলে আসে কি না!

কী ঘটেছিল আমীর খসরুর আমলে?

২০০৪ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আসলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্যমন্ত্রী ছিলেন। বিএনপিতে প্রচার আছে, আমীর খসরু মাহমুদই বাংলাদেশে তাইওয়ানের কনসুল অফিস খোলার জন্য দায়ী। আর এজন্যই তাকে বাণিজ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল।

আমীর খসরু ২০০৪ সালে বাণিজ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে ওই পদে আসেন এয়ার ভাইস মার্শাল অব. আলতাফ হোসেন চৌধুরী।

সূত্র : ঢাকাটাইমস

- Advertisement -

Related Articles

Latest Articles