2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

অতিরিক্ত ডোজ মাদক গ্রহণ বিপর্যয় ডেকে আনছে

অতিরিক্ত ডোজ মাদক গ্রহণ বিপর্যয় ডেকে আনছে - the Bengali Times
মাত্রারিক্ত ডোজ মাদক গ্রহণ সম্পর্কিত প্রায় ২০০টি কল পেয়েছে প্যারামেডিকরা

টরন্টোতে গত ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত অতিরিক্ত ডোজ মাদক গ্রহণ সংক্রান্ত ১৭২টি কল পেয়ে এ ব্যাপারে ব্যবস্থা নিতে হয়েছে প্যারামেডিকদের। এর মধ্যে ৫১টি কল ছিল ৩০ জুলাইয়ের। ২০১৭ সালে এ সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর ২৪ ঘণ্টায় এটা ওভারডোজ সম্পর্কিত সর্বোচ্চ সংখ্যক কল। চারজনেরে মৃত্যুসহ ৫৩ ডিভিশনে ওভারডোজ সংক্রান্ত কল বেড়ে যাওয়ায় টরন্টো পুলিশও গত সপ্তাহে এ ব্যাপারে সতর্কতা জারি করে। বিষয়টি সামনে আনেন অন্টারিও জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ডা. কিয়েরান মুরও।

গত মাসে সাংবাদিকদের ব্রিফকালে তিনি বলেন, পরিবারের ওপর এটা কি ধরনের বিপর্যয় ডেকে আনে আমি নিজে তা গভীরভাবে উপলব্ধি করতে পারি। আমি আপানাদের এই নিশ্চয়তা দিতে পারি যে, কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে এলেই এই হুমকি নিয়ে আমরা চলমান ভিত্তিতে কাজ করব। কৌশলগতভাবে আমার কার্যালয়ে কাজটা আমরা এরইমধ্যে শুরু করে দিয়েছি।

- Advertisement -

প্রাপ্ত তথ্য অনুযায়ী, টরন্টো প্যারামেডিক্স গত জুনে ৪৪৮টি নন-ফ্যাটাল ওভারডোজ কল পেয়েছিল। আর ফ্যাটাল ওভারডোজ কল পেয়েছিল ২৪টি। ২০২০ সালের জুনের সঙ্গে তুলনা করলে এটা অস্বাভাবিক বৃদ্ধি। ২০২০ সালের জুনে প্যারামেডিকরা ২০২টি নন-ফ্যাটাল ও ১৩টি ফ্যাটাল ওভারডোজ কল পেয়েছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles