0.5 C
Toronto
শুক্রবার, মার্চ ২১, ২০২৫

ভক্তকে কেন চড় মেরেছিলেন প্রিয়াঙ্কা? জানালেন কারণ

ভক্তকে কেন চড় মেরেছিলেন প্রিয়াঙ্কা? জানালেন কারণ - the Bengali Times
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া একটি খারাপ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সম্প্রতি। সংবাদ সংস্থা পিটিআই থেকে জানা যায়, তিনি বলেন, ‘২০১৫ সালে একবার এক ভক্তকে চড় মেরেছিলাম। ভক্ত ছবি তোলার জন্য আমার হাত ধরেছিল। আমি গায়ে স্পর্শ করে কথা বলা পছন্দ করি না। তাই তখন এই কাজ করি। পরে আমি ভয় পেয়ে সেখান থেকে দ্রুত চলে আসি।’

তিনি নিজেও থাপ্পড় খেয়েছেন দাবি করে বলেন, ‘আমিও অনেক থাপ্পড় খেয়েছি। একবার এক ভক্ত আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। আমি জানি না তিনি একজন ভক্ত ছিলেন কি না।’তবে বিশ্ব তারকা হওয়া সত্ত্বেও ভক্তদের সাথে কখনো অহংকারপূর্ণ আচরণ করেননি বলে জানান প্রিয়াঙ্কা। ভক্তরা প্রায়ই দাবি করেন যে, তিনি ‘ডাউন টু আর্থ’ তারকাদের একজন।

- Advertisement -

সম্প্রতি প্রিয়াঙ্কা ও নিকের পরিবারে নতুন সদস্য এসেছে। তারা সারোগেসির মাধ্যমে একটি কন্যাশিশুকে স্বাগত জানিয়েছেন। ২২ জানুয়ারি মধ্যরাতে তাদের নিজ নিজ ইনস্টাগ্রামে খুশির সংবাদটি ভাগ করে নেন তারা। নিক-প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা সারোগেটের মাধ্যমে একটি শিশুকে স্বাগত জানিয়েছি তা নিশ্চিত করতে পেরে আনন্দিত।’

- Advertisement -

Related Articles

Latest Articles