
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৮ জানুয়ারি। এই নির্বাচন ঘিরে বিতর্ক যেন কমছেই না। দিন যত গড়াচ্ছে, তা যেন আরও প্রকাশ্য হচ্ছে। সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত রোজিনা এরই মধ্যে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এবার এই প্যানেলের সহ-সভাপতি থেকে নির্বাচিত চিত্রনায়ক রুবেলও এবার অব্যাহতি নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
পদত্যাগের কারণ হিসেবে নিজের ব্যস্ততাকে তুলে ধরেছেন এই অ্যাকশন হিরো। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, নিজের এই জায়গায় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিয়াজকে দেখতে চান তিনি। আগামী দুই দিনের মধ্যে পদত্যাগপত্রটি রুবেল শিল্পী সমিতি বরাবর পাঠাবেন।
এই চিত্রনায়ক বলেন, ‘চলতি বছর আমার বেশ কিছু কাজ আছে। যেমন- আমি ওমরাহ পালনে যাব। এ ছাড়া সারা দেশব্যাপী কারাটে প্রশিক্ষণ শেষ করাতে হবে। এতে সরকারি উদ্যোগ যুক্ত। প্রায় তিনশ’ উপজেলা কানেক্ট করব। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় যাবে। এর মধ্যে সমিতিকে সময় দেওয়াটা আমার জন্য কঠিনই হবে।’