
কানাডার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বেশ কয়েকজন বাঙালি লেখকের নতুন বই এবছর প্রকাশিত হয়েছে। ভাষাদিবসের প্রাক্কালে তাঁদের বই নিয়ে এনআরবি টেলিভিশনে আমরা এক আড্ডার আয়োজন করেছি।
উপস্থিত থাকবেন [বর্ণানুক্রমে] এলিনা মিতা, কাজী হেলাল, গুরুপ্রসাদ দেবাশীষ, জসিম মল্লিক, জাভেদ ইকবাল, জামিল বিন খলিল, তাসরীনা শিখা, পারভেজ এলাহী চৌধুরী, বায়েজিদ গালিব, মানসী সাহা, মাসুদুল হক রনি, মোস্তফা আকন্দ, ড. শোয়েব সাঈদ, হোসনে আরা জেমী, লতিফুল কবির এবং হাসান জামান খান। উপস্থাপনায় বিশিষ্ট লেখক ও গবেষক সুব্রত কুমার দাস। প্রচারিত হবে ১৯ ফেব্রুয়ারি শনিবার টরন্টো সময় রাত ১০টায়।