5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

জানুয়ারিতে ২ লাখ কর্মসংস্থান হারিয়েছে অর্থনীতি

জানুয়ারিতে ২ লাখ কর্মসংস্থান হারিয়েছে অর্থনীতি - the Bengali Times

ওমিক্রনের দ্রুত সংক্রমণে জানুয়ারিতে কানাডার অর্থনীতি ২ লাখ ১০০ কর্মসংস্থান হারিয়েছেছবিএরিক প্রোজেট

ওমিক্রনের দ্রুত সংক্রমণে জানুয়ারিতে কানাডার অর্থনীতি ২ লাখ ১০০ কর্মসংস্থান হারিয়েছে। ওমিক্রনের সংক্রমণ রোধে কঠোর জনস্বাস্থ্য বিধি আরোপ করার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

কোনো বছরে একক মাসে সবচেয়ে বেশি কর্মসংস্থান খোয়া যায় ২০২১ সালের জানুয়ারিতে। সংখ্যাটি ২ লাখ ৭ হাজার ৮০০। গত মে মাস থেকে কর্মসংস্থান যে ঘুরে দাঁড়াচ্ছিল তাতে এটাই প্রথম পতন। এর ফলে গত মাসে বেকারত্বের হার দাঁড়ায় ৬ দশমিক ৫ শতাংশ। ডিসেম্বরে যেখানে এ হার ছিল ৬ শতাংশ।

- Advertisement -

দেশজুড়ে ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির ফলে ধারণক্ষমতার সীমা নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি রেস্তোরাঁ, খুচরা বিক্রয় কেন্দ্র, জিম ও থিয়েটারের মতো কর্মক্ষেত্র বন্ধ করে দেওয়া হয়।
আলোচ্য সময়ে সবচেয়ে বেশি কর্মসংস্থান খোয়া গেছে অন্টারিও এবং কুইবেকে। এই দুই প্রদেশে বিধিনিষেধও ছিল অন্যান্য প্রদেশের চেয়ে কঠোর। যেসব খাতে কর্মসংস্থান সবচেয়ে বেশি খোয়া গেছে খাদ্য সেবা ও হোটেল তার মধ্যে অন্যতম। মোট খোয়া যাওয়া কর্মসংস্থানের ৫৭ শতাংশই এই খাতের। এর মধ্যেও আবার কর্মসংস্থান সবচেয়ে বেশি হারিয়েছেন তরুণ ও নারীরা। কর্মসংস্থান হারানোরদের এক-চতুর্থাং অর্থাৎ ৪৮ হাজার সংস্কৃতি ও বিেেনাদম যেমন পারফর্মিং আর্ট, সিনেমা ও ক্রিড়া ভেন্যুর। খুচরা বিক্রয় খাতের কর্মসংস্থানও লক্ষ্যণীয় হারে কমেছে।
অসুস্থতার কারণেও জানুয়ারিতে রেকর্ড সংখ্যক কর্মী কাজ হারিয়েছেন। অর্থাৎ প্রতি ১০ জনের মধ্যে একজন তাদের পদ থেকে দূরে ছিলেন। স্বাভাবিক কর্মঘণ্টার অর্ধেক সময় কাজ করা কর্মীদের সংখ্যা বেড়েছে ৬ লাখ ২০ হাজার বা দুই-তৃতীয়াংশ। ২০২০ সালের মার্চের পর এটাই সর্বোচ্চ বৃদ্ধি।

তবে অধিকাংশ শিল্পে গত মাসে কর্মসংস্থান বেড়েছে। নির্মাণ ও প্রাকৃতিক সম্পদ খাতের ওপর ভর করে কেসবল পণ্য উৎপাদন খাতেই গত মাসে ২৩ হাজার নতুন কর্মসংস্থান যোগ হয়েছে। অর্থনীতিতে মোট কর্মঘণ্টাও মহামারি-পূর্ব অবস্থার নিচে আছে।

এদিকে স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়, জানুয়ারিতে মোট বেকারের সংখ্যা ১ লাখ ৬ হগাজার বা ৮ দশমিক ৬ শতাংশ বেড়ে ১৩ লাখ ৪০ হাজারের পৌঁছেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles