0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ওমিক্রন আক্রান্তরাও দ্বিতীয়বার সংক্রমিত হতে পারেন

ওমিক্রন আক্রান্তরাও দ্বিতীয়বার সংক্রমিত হতে পারেন - the Bengali Times
প্রদেশের সায়েন্স অ্যাডভাইজরি টেবিলের সদস্য ডা ফাহাদ রাজাক বলেন একবারের বেশি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন অন্টারিওতে এমন মানুষের সংখ্যা খুব বেশি দেখা যাচ্ছে না এই মুহূর্তে তবে যাদের মৃদু অসুস্থতা রয়েছে অর্থাৎ কাশি জ¦রের মতো অসুস্থতা রয়েছে কিন্তু হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই ওমিক্রনে আক্রান্ত এমন ব্যক্তিরাই পুনরায় আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে রয়েছেন

অন্টারিওর কোভিড-১৯ সায়েন্স অ্যাডভাইজরি টেবিলের হিসাব অনুযায়ী, ৪০ লাখের মতো অন্টারিয়ান ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তা সত্ত্বেও তারা বিশেষ করে মৃদ অসুস্থ ব্যক্তিরা আবারও আক্রান্ত তহতে পারেন।

ইউনিভার্সিটি অব অটোয়ার সহযোগী অধ্যাপক রেওয়াট দেওনন্দন বলেন, সুনির্দিষ্টভাবে বলা এই মুহর্তে কঠিন। তবে ওমিক্রন আক্রান্তদের মধ্যে যে ইমিউনিটি তৈরি হয় তা কোভিড-১৯ এর বিরুদ্ধে দীর্ঘমেয়াদে সুরক্ষা দেয় বলে মনে হয় না। তবে আশার কথা হলো ওমিক্রন খুব বেশি দুর্ভোগের কারণ নয় এবং এটি আক্রান্তদের ইমিউনিটি উপহার দিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও আপনি আক্রান্ত হতে পারে। তখন হয়তো আপনার মধ্যে দীর্ঘমেয়াদে ইমিউনিটি তৈরি হবে। তবে এটা পুরোপুরি জানার সময় এখনও আসেনি। এখন পর্যন্ত যে ইঙ্গিত তা ইতিবাচক দিক নির্দেশ করছে না।

- Advertisement -

সাম্প্রতিক একটি প্রি-প্রিন্ট গবেষণা ফলাফল বলছে, মৃদু ওমিক্রন আাক্রান্তদের মধ্যে ভবিষ্যৎ সংক্রমণ প্রতিরোধের মতো যথেষ্ট পরিমাণ ইমিউনিটি তৈরি হয় না। বরং অপেক্ষাকৃত বেশি মারাত্মক ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের পর ইমিউনিটিও তৈরি হয় বেশি।

প্রদেশের সায়েন্স অ্যাডভাইজরি টেবিলের সদস্য ডা. ফাহাদ রাজাক বলেন, একবারের বেশি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন অন্টারিওতে এমন মানুষের সংখ্যা খুব বেশি দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তবে যাদের মৃদু অসুস্থতা রয়েছে অর্থাৎ কাশি, জ¦রের মতো অসুস্থতা রয়েছে কিন্তু হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, ওমিক্রনে আক্রান্ত এমন ব্যক্তিরাই পুনরায় আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে রয়েছেন। ইমিউন ব্যবস্থার যে অংশ মৃদু সংক্রমণ প্রতিরোধ করে তা মারাত্মক সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ইমিউন ব্যবস্থার চেয়ে দ্রুত ক্ষয়ে যায়।

ইউনিভার্সিটি অব টরন্টোর ইমিউনোলজির অধ্যাপক তানিয়া ওয়াটস বলেন, ওমিক্রন সম্ভবত পুনরায় সংক্রমণের বিরুদ্ধে স্বল্প মেয়াদী প্রতিরোধ গড়ে তোলে। তবে এতে দীর্ঘমেয়াদে প্রতিরোধ সম্ভব হয় না। ভ্যাকসিনেশন ও সংক্রমণের মিশ্রণ এক্ষেত্রে সবচেয়ে ভালো।
অন্টারিওর চিফ মেডিকেল অফিসার ডা. কিয়েরান মুর বলেন, দুই ডোজের ভ্যাকসিনের পর বুস্্টার ডোজ হিসেবে এমআরএনএ ভ্যাকসিন নেওয়া হলে তা উচ্চমাত্রায় ও দীর্ঘ সময় পর্যন্ত ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দেয়। তবে ভ্যাকসিন না নেওয়া কেউ আক্রান্ত হলে যে ইমিউনিটি তৈরি হয় তার দীর্ঘ দিন থাকে না।

অন্টারিও জনস্বাস্থ্য বিভাগের উপাত্ত অনুযায়ী, ২০২০ সালের ১ নভেম্বর থেকে প্রদেশে ৩ হাজার ২০৮ জন পুনরায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তবে কোন ভ্যারিয়েন্টে তারা আক্রান্ত হয়েছেন সেই উপাত্ত নেই। খবর: দ্য কানাডিয়ান প্রেস।

- Advertisement -

Related Articles

Latest Articles