
বৈশ্বিক মহামারির দুই বছর হতে যাচ্ছে এবং কানাডা কঠিন সময়ের মধ্যে পড়ে গেছে বলে মন্তব্য করেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তার মতে, মহামারি সবাইকে ক্লান্ত, বদমেজাজি করে তুলেছে।
লিবারেল পার্টি অব কানাডার অন্টারিও শাখার ভার্চুয়াল সম্মেলনে কথা বলছিলেন ফ্রিল্যান্ড। বক্তৃতায় তিনি ভ্যাকসিনবিরোধী বিক্ষোভকারীদের প্রসঙ্গটি আনেন নি। তবে ৯০ মিনিটের ওই অনুষ্ঠানে বক্তব্য দানকারী অনেকের মনেই বিষয়টি ভালোভাবেই ছিল।
ফ্রিল্যান্ড বলেন, কানাডিয়ানরা এখন দুটি বিষয়ের মাঝামাঝি রয়েছেন। হয় তারা মহামারি শেষ হচ্ছে এই আশার মধ্যে থাকবেন অথবা পরাজয় ও হতাশার কাছে হার মানবেন। গত দুই বছর ধরেই এটা চলে আসছে। শেষ সীমা যেখানে পরিস্কার নয় সেখানে আশাকে বেছে নেওয়াটা বেশ কঠিন। রাজনীতিবিদদের কাছে আমার আহ্বান থাকবে ক্ষুব্ধ জনগণকে আরও ক্ষেপিয়ে তুলে দলীয় দৃষ্টিকোণ থেকে যেনো তারা জনগণের কাছ থেকে সুবিথা আদায় না করেন।
ফ্রিল্যান্ড বলেন, মহামারির সঙ্গে খাপ খাওয়ানো যে কঠিন সেটা আমি জানি। তবে যেভাবে কানাডিয়ানরা তাদের দৃঢ়তা প্রমাণ করেছেন তাতে আমি গর্বিত ও খুশি।