5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

অবশেষে ক্লাসে ফিরছে শাবি শিক্ষার্থীরা, হল খুলছে আগামীকাল

অবশেষে ক্লাসে ফিরছে শাবি শিক্ষার্থীরা, হল খুলছে আগামীকাল - the Bengali Times

আগামীকাল সোমবার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পরদিন মঙ্গলবার থেকে অনলাইন ক্লাস চালু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

- Advertisement -

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার।

তিনি বলেন, সরকারের কোনো বিধি-নিষেধ না থাকলে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হবে।

গত ১৩ জানুয়ারি ছাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ এনে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। পরে ১৬ জানুয়ারি পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে অর্ধশতাধিক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীকে আহত করলে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরপর ওই দিন রাতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে গত শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আহ্বানে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উপাচার্যের দুঃখ প্রকাশের পর শিক্ষামন্ত্রীর আশ্বাসে আপাতত আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

সূত্র : কালেরকন্ঠ

- Advertisement -

Related Articles

Latest Articles