
একসময় বলিউডে ববি দেওল এবং নীলম কোঠারির গভীর প্রেম ছিল আলোচনার অন্যতম বিষয়
একসময় বলিউডে ববি দেওল এবং নীলম কোঠারির গভীর প্রেম ছিল আলোচনার অন্যতম বিষয়। কিন্তু আচমকা সবাইকে চমকে দিয়ে আলাদা হয়ে যান দুই তারকা। তাদের বিচ্ছেদ নিয়ে জলঘোলাও কম হয়নি।
শোনা যায়, মহেশ কন্যা পূজা ভাটের সঙ্গে ববির বাড়তি ঘনিষ্ঠতা মেনে নিতে না পেরেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন নীলম।
এক সাক্ষাৎকারে নীলম বলেছিলেন, আমার আর ববির প্রেম ভেঙেছিল। এটা সত্যি। কিন্তু আমাদের বিচ্ছেদ নিয়ে নানা ভুয়া খবর রটেছিল।
নীলম জানান, তার এবং ববির বিচ্ছেদের জন্য পূজা কোনও ভাবেই দায়ী ছিলেন না।
মহেশ-কন্যা প্রসঙ্গে তিনি বলেন, পূজা বা অন্য কোনও নারীর জন্য ববির সঙ্গে আমার বিচ্ছেদ হয়নি। আমরা দুজনে ভেবেচিন্তে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমরা কেউ কারও বিশ্বাস ভাঙিনি।
এর পর বহু বছর কেটে গিয়েছে। নিজেদের মতো করে জীবন সাজিয়েছেন ববি এবং নীলম। কাজ এবং পরিবার নিয়ে ব্যস্ত দু’জনেই। তবে দুই তারকার প্রেমের গল্প নিয়ে আজও উৎসাহে ভাটা পড়েনি।