8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৮৪ শতাংশ কানাডিয়ান

অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৮৪ শতাংশ কানাডিয়ান - the Bengali Times
দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের তৃতীয় ডোজের সুপারিশ

গত শুক্রবার পর্যন্ত ১২ বছর ও তার বেশি বয়সী ৭৭ শতাংশ কানাডিয়ান ভ্যাকসিন ডোজ পূর্ণ করেছেন। অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৮৪ শতাংশ কানাডিয়ান। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম তাদের তৃতীয় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দিয়েছে ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন (এনএসিআই)। শুক্রবার এ পরামর্শ দেওয়া হয়।

সরকারি এ পরামর্শ ছাড়াও অন্টারিও এবং আলবার্টার মতো প্রদেশ নিজস্ব স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শের ওপর নির্ভর করে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তৃতীয় ডোজ ভ্যাকসিন দেওয়ার পথে এগোচ্ছে। ঝুুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে আছেন লং-টার্ম কেয়ার হোমের জ্যেষ্ঠ নাগরিক, ট্রান্সপ্ল্যান্টের রোগী, ক্যান্সারের চিকিৎসা গ্রহণকারী। অক্টোবর থেকে জ্যেষ্ঠ নাগরিকদের তৃতীয় ডোজ দেওয়ার কথা ঘোষণা করেছে সাস্কেচুয়ানও। তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে তৃতীয় ডোজ দেওয়া এ সপ্তাহেই শুরু হবে।

- Advertisement -

এনএসিআই বলছে, কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে জটিলতা তৈরি হওয়ার ঝুঁকি থাকে এবং দীর্ঘদিন সংক্রমণের সঙ্গে লড়াই করতে হয়। বাড়তি ডোজ এসব ব্যক্তিদের মধ্যে কোভিড-১৯ এর বিরুদ্ধে আরো ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

এখনও যারা ভ্যাকসিনেশনের বাইরে আছেন তাদেরকেও তিন ডোজ এমআরএনএ ভ্যাকসিন দেওয়ার সুপারিশ করেছে কমিটি। অর্থাৎ মডার্না অথবা ফাইজার-বায়োএনটেকের তিন ডোজ ভ্যাকসিন নিতে পারবেন তারা। মিশ্র ভ্যাকসিন ডোজ গ্রহীতাদের মধ্যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকেও তৃতীয় প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে।

কমিটির চেয়ারম্যান ড. শেলি ডিকস বলেন, এটা বুস্টার ডোজের চেয়ে আলাদা। বুস্টার ডোজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দেওয়া হয়ে থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা কমেও যায়।

ভাইরাল-ভেক্টর ভ্যাকসিনের বিষয়ে বলা হয়েছে, যাদের এমআরএনএ ভ্যাকসিন নিতে অপারগ অথবা পাচ্ছেন না তাদেরই কেবল অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়া উচিত।

কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. তেরেসা ট্যাম বলেছেন, ১২ বছর ও তার বেশি বয়সীরা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের ক্ষেত্রেই কেবল এ পরামর্শ প্রযোজ্য হবে। এজন্য চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles