8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

অবশেষে মুক্তি পেলেন কানাডায় আটক হুয়াওয়ে কর্মকর্তা ওয়ানঝু

অবশেষে মুক্তি পেলেন কানাডায় আটক হুয়াওয়ে কর্মকর্তা ওয়ানঝু - the Bengali Times
মেং ওয়ানঝু

কয়েক বছরের কূটনৈতিক টানাপোড়েন শেষে অবশেষে মুক্তি পেয়েছেন কানাডায় আটক থাকা চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝু। যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের সঙ্গে একটি সমঝোতার পর তিনি নিজেদের দেশ চীনে ফিরে গেছেন। মেং ওয়ানঝু হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেনফেং-এর মেয়ে। জেনফেং ১৯৮৭ সালে হুয়াওয়ে প্রতিষ্ঠা করেন। কোম্পানিটি এখন বিশ্বের সবচেয়ে বড় টেলিকম প্রযুক্তি উৎপাদক প্রতিষ্ঠান। একই সঙ্গে চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক থাকা দুজন কানাডিয়ান নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিযোগের পর তাকে আটক করেছিল কানাডা। শুক্রবার তাকে ফেরত পাঠানোর অনুরোধ প্রত্যাহার করে নেয় মার্কিন বিচার বিভাগ। এই মামলার কারণে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এরপর অভিযোগ ওঠে, পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডার নাগরিকদের আটক করেছে চীন, যদিও দেশটি সেই অভিযোগ অস্বীকার করেছে।

- Advertisement -

কানাডার আটকাবস্থা থেকে মুক্তির পর সাংবাদিকদের মেং ওয়ানঝু, ‘আমার জীবন পুরোপুরি ওলটপালট হয়ে গেছে। এটা আমার জন্য একটা বিপর্যয়কর সময় ছিল।’

এদিকে, মুক্তির পরপরই ওয়ানঝু চীনের শেনজেনগামী এয়ার চায়নার একটি বিমানে কানাডা ছেড়ে যান। যুক্তরাষ্ট্র ও চীনের কূটনৈতিকদের ব্যাপক আলোচনার পর মেং ওয়ানঝু ছাড়া পেলেন।

যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে হুয়াওয়ের ব্যবসা সম্পর্কে আমেরিকান ব্যাংকগুলোকে মিথ্যা দিয়েছিলেন মেং ওয়ানঝু। তবে তিনি এবং হুয়াওয়ে উভয়েই ওই অভিযোগ অস্বীকার করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles