9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

মানুষের মতো সর্দি-কাশিতে ভুগতো ডাইনোসরেরাও

মানুষের মতো সর্দি-কাশিতে ভুগতো ডাইনোসরেরাও - the Bengali Times
সংগৃহীত ছবি

ডাইনোসরেরা কীভাবে বিলুপ্ত হয়েছে তা নিয়ে বহু গবেষণা, বহু অনুসন্ধান। আর এর মধ্যেই বেরিয়ে এলো ডাইনোসরের অসুস্থতার খবরও। জানা গেল, মানুষের মতো তারাও সর্দি-কাশিতে ভুগতো।

বিজ্ঞানীরা বলছেন, মানুষের মতো সর্দি-কাশিতে আক্রান্ত হতো ডাইনোসররাও। বিজ্ঞানবিষয়ক পত্রিকা ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ প্রকাশিত হয়েছে এই গবেষণা। জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের মন্টানায় প্রায় ১৫ কোটি বছর আগে জুরাসিক যুগের একটি ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। লম্বা গলার, বিশালদেহী এই ডাইনোসরকে ডাকা হচ্ছে ‘ডলি’ নামে।

- Advertisement -

ডলি’র জীবাশ্ম নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর সামনে এসেছে এই তথ্য যে, সে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, শ্বাসকষ্টের মতো অসুস্থতায় ভুগতো। এরই জেরেই ডাইনোসরটির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ডলির জীবাশ্ম নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা বলছেন, ডাইনোসরটি ছত্রাকের সংক্রমণেও ভুগছিল। এখনকার দিনে পাখি ও সরীসৃপের শরীরে এই সংক্রমণ দেখা যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles