7.9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ভিকির পকেটে হাত ঢুকিয়ে কী করছেন ক্যাটরিনা!

ভিকির পকেটে হাত ঢুকিয়ে কী করছেন ক্যাটরিনা! - the Bengali Times
ভিকির সঙ্গে রোম্যান্টিক ছবি পোস্ট করলেন ক্যাটরিনা

বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে। ভিকির সঙ্গে রোম্যান্টিক ছবি পোস্ট করলেন ক্যাটরিনা। তিনটি ছবি শেয়ার করেছেন তিনি। যাতে দেখা গিয়েছে বউকে জড়িয়ে ধরছেন ভিকি। আরেকটা ছবিতে দেখা গিয়েছে ক্যাটরিনার মাথায় চুমু খাচ্ছেন ভিকি।

সাদা-কালোর কন্ট্রাস্টে এদিন সেজেছিলেন বর আর বউ। ক্যাটরিনার গায়ে কালো রঙের পাফার জ্যাকেট। আর সাদা সোয়েটারে দেখা মিলল ভিকির। কোনও এক বড় হলে তোলা হয়েছে এই ছবি। পেছনে লম্বা ঝুলের মোটা কাপড়ের পর্দা আর স্পট লাইট চোখে পড়ল।

- Advertisement -

ক্যাটরিনা ক্যাপশনে লিখলেন, ‘হতে পারে আমরা এবার রোম্যান্টিক ডিনার করতে পারলাম না। কিন্তু তুমি আমার সব কঠিন মুহূর্তগুলো সহজ করে দাও। আর এটাই সবচেয়ে জরুরি’।

ক্যাটরিনার শেয়ার করা ছবিগুলো নিমেষে মন কেড়ে নিয়েছে সকলের। তবে নেটিজেনদের কেউ কেউ নজরে এনেছে একটা জিনিস। একটা ছবিতে ভিকির পকেটে হাত ঢোকাতে দেখা গিয়েছে ক্যাটরিনাকে। আর তা দেখেই তাদের মনে উঠেছে একরাশ প্রশ্ন।

‘তারকা বউয়েরাও বরের পকেট মারে?’, ‘আমিও ঠাণ্ডা লাগলে এরকম হাত ঢোকাই আমার প্রেমিকের পকেটে’, ‘সত্যি, কী ভালোবাসে ওরা একে-অপরকে। আমার দেখলেই চোখে জল আসে’-র মতো কমেন্টও চোখে পড়েছে।

গত বছরের ডিসেম্বরেই বিয়ে করেন ভিকি আর ক্যাটরিনা। সম্পর্কের আভাস থাকলেও একে-অপরকে নিয়ে কথা বলেননি এর আগে। এমনকি, বিয়ের ছবিও যাতে বাইরে না আসে তার জন্য একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করেছিলেন। দুজনে বর্তমানে লন্ডনে রয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles