
‘আমি বারদীর ম্যাজিস্ট্রেট। প্রধানমন্ত্রী বারদী আসলেও আমার হুকুম লাগবে।’ সম্প্রতি এক ইউপি চেয়ারম্যানের এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নেট দুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়। নব্য চেয়ারম্যানের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান বাবুলকে গত রোববার স্থানীয় ওয়াজ মাহফিলে অতিথির বক্তব্যে এসব কথা বলতে দেখা গেছে।
এ বিষয়ে চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও উপস্থাপন করা হয়েছে, এ ভিডিওতে আগে ও পরে অনেক কথা ছিল। সেই কথাগুলো এডিট করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমি আমার এলাকার জনগণকে মাদক, ইভটিজিং ও সামাজিক অবক্ষয় নিয়ে একটি ওয়াজ মাহফিলে বক্তব্য রেখেছি।’
ওয়াজ মাহফিলে তিনি বলেন, ‘প্রশাসন আমার পক্ষে কাজ করবে, কারও ফোনে প্রশাসন আসবে না। আমি বাবুল যদি বলি সুইচ অফ, দিস ইজ অফ। কারণ আমার যোগ্যতায় আমি চেয়ারম্যান হয়ে আসছি।’
তিনি বলেন, ‘১৯৭৪ সালের পরে বারদীতে কেউ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়নি। এটা আপনাদের গর্ব, আপনাদেরই ধরে রাখতে হবে। আমাকে কিলাইবে, আপনারা হাত-পাঁ ধরে বসে থাকবেন, আপনাদের লজ্জা হওয়া উচিত।’
চেয়ারম্যান বাবুল বলেন, ‘শান্তিরবাজার কারও বাপ-দাদার নয়, কেউ ঝামেলা সৃষ্টি করলে হাত-পাঁ ভেঙ্গে আমাকে ফোন দিবেন, তা না হলে আমাকে ফোন দিবেন না। হাত-পাঁ ভেঙ্গে দিলে, আমি এসে তাকে উদ্ধার করবো।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়সার বলেন, ‘বিষয়টি দেখেছি। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। দলের ত্যাগী নেতাকর্মীরা আজ নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হলে এমনটি হতো না। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা সভা আহ্বানের উদ্যোগ নিয়েছি।’