7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

টুইটারে লিখলেন, ‘হ্যাঁ আমি আকর্ষণীয়’

টুইটারে লিখলেন, ‘হ্যাঁ আমি আকর্ষণীয়’ - the Bengali Times
অভিনেত্রী স্বরা ভাস্কর

বলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি বোরখা বির্তকে নাম জড়িয়েছেন এই অভিনেত্রী। বোরখা পরার পক্ষেই টুইট করতে দেখা গিয়েছে তাকে। আর সেসব নিয়েই হলেন ট্রলের শিকার।
ছবি: সংগৃহিত

টুইটারে এক মহিলা স্বরার ছোট ড্রেস পরা ছবি শেয়ার করে লেখেন, ‘এটাই হল আসল স্বরা, যে বোরখা পরা নিয়ে লোককে বোঝাতে আসে।’

- Advertisement -

এসব টুইট স্বরাকে আঘাত করে না। বরং সোজা সাপটা জবাব দেন স্বরা। সেই নারীর টুইটে জবাব দিয়ে লিখেন, ‘হ্যাঁ এটাই আমি। আকর্ষণীয় লাগছে দেখতে। ধন্যবাদ। ধন্যবাদ আমার ছবি শেয়ার করে গোটা দুনিয়ার মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমিও হটি। আমি মহিলাদের নিজের পছন্দের পোশাক পরার স্বাধীনতার হয়ে কথা বলি। তুমি বোঝো ‘চয়েজ’ কথাটার মানে… ছাড়ো, তুমি বরং আর কাউকে গিয়ে নোংরা আক্রমণ করো, অবশ্য তাতেও তুমি ব্যর্থই হবে!’

স্বরাকে দেখা যাবে ‘কোর্মা’ সিনেমায়। দিব্যা দত্ত আর শাবানা আজমির সঙ্গে। সমলিঙ্গের মানুষের ভালোবাসার গল্প বলবে এই সিনেমা। ইতোমধ্যেই এটি ৭টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়ে গিয়েছে। কিন্তু এখনও মুক্তি পায়নি ভারতে।

- Advertisement -

Related Articles

Latest Articles