7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

মনে রাখবেন, ওল্ড ইজ গোল্ড: মমতা

মনে রাখবেন, ওল্ড ইজ গোল্ড: মমতা - the Bengali Times
মমতা বন্দ্যোপাধ্যায়

নবীন-প্রবীণের মিশেলেই এগিয়ে যাবে তৃণমূল, জাতীয় কর্মসমিতির দ্বিতীয় বৈঠকে শুক্রবার দলকে এই বার্তাই দিলেন দলনেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বললেন, তৃণমূল গরিবের দল। এখানে বৈভবের প্রদর্শন চলবে না। গত শনিবার তৃণমূলের জাতীয় কর্মসমিতি গঠনের পর, দলের সর্বভারতীয় স্তরে সমস্ত পদ শুন্য ঘোষণা করেন তৃণমূলের নির্বাচিত চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার কর্মসমিতির প্রথম বৈঠক ডাকেন মমতা। বৈঠকশেষে ঘোষিত হয় নতুন পদাধিকারীদের নাম। নিজের পুরনো পদ অর্থাৎ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় কর্মসমিতির সঙ্গে দলনেত্রী মমতার সমন্বয় রক্ষার ভার পেলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। দলে গুরুত্ব বাড়ল চন্দ্রিমা ভট্টাচার্য ও অরূপ বিশ্বাসের।
একই সঙ্গে ঘোষণা হয়েছে কমিটির অন্যান্য সদস্যের নামও। সূত্রের খবর, শুক্রবার কালীঘাটে এক ঘণ্টার বৈঠকে ২৫ মিনিট নিজের বক্তব্য রেখেছেন দলনেত্রী। যে বক্তব্যের নির্যাস, ‘নতুনদের প্রয়োজন, কিন্তু মনে রাখবেন, ওল্ড ইজ গোল্ড। ’

- Advertisement -

ইদানিং অনলাইনে দলের কিছু নেতা ‘অতিসক্রিয়’। মেটমাধ্যমেই পৌরসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ নিয়েও ব্যাপক তোলপাড় হয়েছিল দলের ভেতরে। শেষপর্যন্ত দলনেত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছে। এবার এই ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব বন্ধে সরাসরি বার্তা দিলেন তৃণমূল নেত্রী। বললেন, ‘নেটমাধ্যমে আত্মপ্রচার নয়, দলের প্রচার করতে হবে। ’ পাশাপাশি জানিয়ে দিলেন, ‘তৃণমূল গরিবের দল। এই দলের নেতা কর্মীদের বৈভব প্রদর্শন করা চলবে না। ’
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় পদে ফিরেছেন। তৃণমূল যে জাতীয় স্তরে লড়াইয়ে থাকতে চায় তা নিয়ে সমস্ত সংশয় উড়িয়ে দিয়েছেন মমতা। তাঁর বার্তা, ‘বাংলায় সুসংঘবদ্ধ থেকেই জাতীয় স্তরে ঝাঁপাবে দল।’

নবীন-প্রবীণের মিশেলেই দল চলবে বলেও জানিয়েছেন দলনেত্রী। নিয়মিত খোলা হবে দিল্লিতে দলের কার্যালয়। সংবাদ সম্মেলন করবেন রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায় এবং লোকসভার সদস্য কাকলী ঘোষ দস্তিদার ও মহুয়া মৈত্র। দলের নির্মীয়মাণ সদর দপ্তর নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলে দিয়েছিলেন মমতা নিজে। কর্মসমিতি গঠনের দিন মমতা স্পষ্ট জানিয়েছিলেন, অতিরিক্ত ঝাঁ চকচকে অফিসে বসতে চান না তিনি। এর পরিপ্রেক্ষিতে এবার দ্বিতীয় কর্মসমিতির বৈঠকে দলনেত্রীর বার্তা, ‘তৃণমূল গরিবের দল। এই দলের নেতা কর্মীদের বৈভব প্রদর্শন করা চলবে না। ’ এক প্রবীণ নেতার কথায়, ’৯৮-এর পর থেকে যেভাবে দল চালিয়েছেন মমতা, পরিবর্তিত পরিস্থিতিতেও দলের ভাবমূর্তি নিয়ে আপস না করে সে পথেই থাকতে চান তিনি। সূত্র: আনন্দবাজার পত্রিকা

- Advertisement -

Related Articles

Latest Articles