10.7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

লাল শাড়িতে মোহময়ী শাহরুখ কন্যা সুহানা

Suhana Khan : লাল শাড়িতে মোহময়ী শাহরুখ কন্যা সুহানা - the Bengali Times

নেটমাধ্যমে হালফ্যাশনের পশ্চিমী পোশাকেই সাধারণত ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। কিন্তু এ বার একেবারে ভারতীয় সাজে মণীশ মলহোত্রর শাড়িতে ভক্তকুলকে চমকে দিলেন শাহরুখ ও গৌরী খানের কন্যা সুহানা খান। লাল রঙের শাড়ি ও হাতা কাটা ব্লাউজে সুহানার সাজ ইতিমধ্যেই ভাইরাল নেটমাধ্যমে।

- Advertisement -

নিউয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজে পড়াশোনা করা শাহরুখ তনয়া সুহানার ইন্সটাগ্রামের ফলোয়ারের সংখ্যা ২৪ লাখেরও বেশি। মাঝেমধ্যেই বলিউডে তার পা রাখা নিয়ে গুঞ্জন শোনা গেলেও বর্তমানে পড়াশোনার সূত্রে অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রেই থাকেন সুহানা। সম্প্রতি মুম্বইতে ফিরেছিলেন তিনি।

রুপলি কানের দুল ছাড়া অন্য কোনো ভারী গয়না ছাড়াই লাল জর্জেটের শাড়িতে যে ভাবে নিজেকে মেলে ধরেছেন সুহানা তাতে ভক্তদের পাশাপাশি মজেছেন পোশাকশিল্পী মণীশ মলহোত্র নিজেও। মণীশের পোস্টটি ইতিমধ্যেই পছন্দ করেছেন এক লক্ষ চৌষট্টি হাজারেরও বেশি মানুষ। আর সুহানার পোস্টটিকে পছন্দ করেছেন তিন লক্ষ বিরানব্বই হাজারের মতো মানুষ।

সূত্র- আনন্দবাজার।

- Advertisement -

Related Articles

Latest Articles