
মুদি দোকানের মাধ্যমে কোভিড-১৯ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট বিতরণ শিগগিরই শুরু করবে ফোর্ড সরকার। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সিটিভি নিউজ টরন্টো মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
সূত্রমতে, মুদি দোকানের মাধ্যমে সপ্তাহে প্রায় ৫০ লাখ কিট বিতরণ করা হবে। প্রতি পরিবার একবারে পাঁচটি পরীক্ষার জন্য একটি করে টিক পাবে।
ছুটির দিনগুলোতে মলগুলোর মাধ্যমে বিনামূল্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট বিতরণ করা হয়েছিল। তবে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় কিট পেতে ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের।
অন্টারিও এখন পর্যন্ত ৮ কোটি র্যাপিড টেস্ট কিট পেয়েছে। এর মধ্যে সাড়ে সাত কোটি বিতরণ করেছে। হেলথ কেয়ার সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান ও খুচরা বিক্রয় কেন্দ্রসহ বিভিন্ন মাধ্যমে এসব কিট বিতরণ করা হয়েছে।
সপ্তাহে ১ কোটি ৬০ লাখ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট বিতরণ করা সম্ভব হবে বলে আশা করছে প্রদেশ। এর মধ্যে প্রায় ৫৫ লাখ বিতরণ করা হবে মুদি দোকানের মাধ্যমে।