
কোভিড-১৯ মহামারির মধ্যে আগের যেকোনো সময়ের চেয়ে অন্টারিওতে মানসিক স্বাস্থ্য সেবা গ্রহীতার সংখ্যা বাড়ছে। কানাডিয়ান মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশনের এক সমীক্ষায় এমনটাই জানা গেছে।
সমীক্ষায় অংশগ্রহণকারীদের ২৪ শতাংশ মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে সাহায্য চাওয়ার কথা জানিয়েছেন। গত শীতে এ হার ছিল ১৭ শতাংশ। আর দুই বছর আগে হারটা আরও কম ছিল মাত্র ৯ শতাংশ।
অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যামিল কুইনেভিল বলেন, সমীক্ষার ফলাফল উদ্বেগজনক। কারণ, প্রদেশে বসবাসকারীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না। দুই বছর ধরে মানুষ কি করছে তা জানতে মমাহারির মধ্যে আমরা চারটি সমীক্ষা পরিচালনা করেছি। মানসিক স্বাস্থ্যের বিষয়টি যে সঠিক পথে নেই সেটা ভেবে আমরা সত্যিই খুব উদ্বিগ্ন।
১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অন্টারিওর এক হাজার এক জনের ওপর সমীক্ষাটি চালানো হয়। কানাডিয়ান মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশন ২০২০ সালের এপ্রিল ও জুলাই এবং ২০২১ সালের ফেব্রুয়ারিতে একই ধরনের আরও তিনটি সমীক্ষা পইরচালনা করে।
সাম্প্রতিক সমীক্ষায় অংশগ্রহণকারী ৪৮ শতাংশ অন্টারিওবাসী মহামারি শুরু হওয়ার পর থেকে মানসিক স্বাস্থ্যের অবনতির কথা জানিয়েছেন। মহামারির শুরুর দিকে এ ধরনের অভিমত দিয়েছিলেন ৩৬ শতাংশ অন্টারিওবাসী। সমীক্ষায় অংশগ্রহণকারী ৩২ শতাংশ অন্টারিওবাসী উচ্চ মাত্রায় বিষন্নতার সঙ্গে যুদ্ধ করার কথা জানিয়েছেন। উচ্চ মাত্রায় উদ্বেগের কথা জানিয়েছেন ৩১ শতাংশ।
এছাড়া সমীক্ষায় অংশ নেওয়া ৪৩ শতাংশ অন্টারিওবাসী মানসিক স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে কঠিন বলে মন্তব্য করেছেন। মহামারির শুরুর দিকে এ ধরনের মত পোষণ করেছিলেন ৩৭ শতাংশ অন্টারিওবাসী। মানসিক স্বাস্থ্য সহায়তা কার্যকর বলে মন্তব্য করেছেন সমীক্ষায় অংশ নেওয়া ৬৫ শতাংশ অন্টারিওবাসী। কোভিড-১৯ মহামারির শুরুর দিকে হারটি ছিল ৭৭ শতাংশ।
কুয়েনভিল বলেন, স্বাভাবিকতা ফেরার সঙ্গে সঙ্গে মানুষের মেজাজ ও অনুভুতিতে বদল আসতে পারে। তাই প্রবণতার দিকে নজর অব্যাহত রাখবো আমরা।