2.6 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

বাতিল হচ্ছে যানবাহনের লাইসেন্স প্লেট স্টিকার

বাতিল হচ্ছে যানবাহনের লাইসেন্স প্লেট স্টিকার - the Bengali Times
অন্টারিওতে চলাচলকারী যানবাহনে লাইসেন্স প্লেট স্টিকার বাতিল করার কথা ভাবছে ডগ ফোর্ড সরকার

অন্টারিওতে চলাচলকারী যানবাহনে লাইসেন্স প্লেট স্টিকার বাতিল করার কথা ভাবছে ডগ ফোর্ড সরকার। সিদ্ধান্তটি এখনও চূড়ান্ত না হলেও এটি কার্যকর হলে মোটরযানের মালিকদের বছরে ১২০ ডলার পর্যন্ত বেচে যাবে।

সূত্রমতে, যেসব যানবাহনের ক্ষেত্রে লাইসেন্স প্লেট স্টিকার বাতিলের কথা ভাবা হচ্ছে তার মধ্যে আছে যাত্রীবাহী যানবাহন, পিক-আপ ট্রাক ও মোটরসাইকেলসহ হালকা বাণিজ্যিক যানবাহন। লাইসেন্স প্লেট স্টিকার বাতিল করলে প্রতি বছর সরকার ১০০ কোটি ডলার রাজস্ব হারাবে।

- Advertisement -

আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে সূত্রগুলো বলছে। সিদ্ধান্তটি কার্যকর হলে এরই মধ্যে যারা লাইসেন্স প্লেট নবায়ন করেছেন তাদেরকে অর্থ ফেরত দেওয়া হবে। তবে কারা কারা অর্থ ফেরত পাবেন সে তালিকা এখনও চূড়ান্ত হয়নি। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে এবং স্টুডেন্ট কোভিড-১৯ তহবিলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় যেমনটা করেছিল এক্ষেত্রেও তেমনটা হতে পারে।

জুনে অনুষ্ঠেয় প্রাদেশিক নির্বাচনের কৌশল হিসেবে লাইসেন্স প্লেট স্টিকার বাতিলের কথা ভাবছে সরকার। এর মধ্য দিয়ে ফোর্ডের দল উপশহরে বসবাসকারী ভোটারদের সমর্থন পেতে চাইছে। কারণ, উপশহরের অধিকাংশ মানুষের ব্যক্তিগত যানবাহন রয়েছে।

এখন পর্যন্ত যে নিয়ম তাতে অন্টারিওর চালকদের ২৮ ফেব্রুয়ারির আগেই লাইসেন্স প্লেট স্টিকার অবশ্যই নবায়ন করতে হবে। সার্ভিস অন্টারিওতে মানুষের ভিড় কমাতে ২০২০ সালের মার্চ থেকে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স প্লেট স্টিকার ব্যবহারের সুযোগ দিচ্ছে সরকার। বর্তমানে অন্টারিওতে নিবন্ধিত যানবাহন রয়েছে ৮০ লাখের বেশি।

- Advertisement -

Related Articles

Latest Articles