
স্বাধীন ট্যাক্সি চালক ও টরন্টো সিটি কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত ভাড়ায় চালিত সব যানবাহনের চালকদের বাধ্যতামূলকভাবে ভ্যাকসিন নিতে হবে। ভেহিকল-ফর-হায়ার-লাইসেন্সেস রাখতে হলে এটা করতে হবে।
ট্যাক্সি নিউজের রিটা স্মিথ এ প্রসঙ্গে বলেন, আপনি ট্যাক্সি চালক হতে পারেন বা রাইড শেয়ার চালক হতে পারেন এবং ভ্যাকসিন নাও নিতে পারেন। এ ধরনের মানুষ এখন রয়েছে।
সামনের মাসগুলোতে এটা বদলে যাচ্ছে। টরন্টোর মিউনিসিপাল লাইসেন্সিং অ্যান্ড স্ট্যান্ডার্ডস ওয়েবসাইটে বলা হয়েছে, ভাড়ায় চালিত যানবাহন খাতের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনেশন নীতি পর্যালোচনা করে দেখছে সিটি কর্তৃপক্ষ এবং ভ্যাকসিন সংক্রান্ত তথ্যের ভিত্তিতে চালকদের লাইসেন্সের কথা ভাবা হচ্ছে। ১৬ ফেব্রুয়ারির মধ্যে পরিকল্পনাটির বিষয়ে মতামত জানাতে শিল্পটির প্রতি আহ্বান জানানো হয়েছে। মার্চের মধ্যে সিটি কমিটি এ ব্যাপারে একটি প্রতিবেদন দেবে বলে আশান করা হচ্ছে।
নগরীর ১০ থেকে ১৫ শতাংশ ক্যাব চালক স্বাধীন অথবা ছোট কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত। নগরীতে সাকল্যে ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজারের মতো ক্যাব চালক রয়েছেন। এ শিল্পে আধিপত্য করছে বেক এবং কো-অপ।