3.8 C
Toronto
বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

উইঘুর নির্যাতন : কানাডাসহ কেয়কটি দেশর চীনের ওপর নিষেধাজ্ঞা

উইঘুর নির্যাতন : কানাডাসহ কেয়কটি দেশর চীনের ওপর নিষেধাজ্ঞা - the Bengali Times
ছবি সংগৃহীত

শিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের প্রতি মানবাধিকার লংঘনের জন্য চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডাসহ বেশ কয়েকটি দেশ। যুক্তরাজ্য, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের এক সমন্বিত প্রয়াসের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা চীনের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, তাতে চারজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা ও তাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অনুমোদন করা হয়েছে। তাদের মধ্যে শিনজিয়াং-এর পুলিশ প্রধানও রয়েছেন। এর পরপরই চীন ইউরোপিয়ান ইউনিয়নের দশ ব্যক্তি ও চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশের বন্দী শিবিরগুলোতে লাখ লাখ উইঘুরকে আটকে রেখেছে চীন। যেখানে বন্দীদের ওপর নির্যাতন, জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানো এবং যৌন নির্যাতনের অভিযোগ বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। তবে চীন এগুলোকে ‘সন্ত্রাস দমনের লক্ষ্যে পরিচালিত পুনঃশিক্ষণ কেন্দ্র’ হিসেবে বর্ণনা করে থাকে।

- Advertisement -

Related Articles

Latest Articles