9.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

এক সেলফির জন্য সেই তরুণীকে একাধিক বিয়ের প্রস্তাব!

এক সেলফির জন্য সেই তরুণীকে একাধিক বিয়ের প্রস্তাব! - the Bengali Times
ছবি সংগৃহীত

পাঁচ বছর আগের কথা। বলিউড বাদশা শাহরুখ খানের ‘রইস’ সিনেমা মুক্তির আগে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। সে সময় পুণের সিমবায়োসিস কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন শাহরুখ। সেখানে ওই কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে বেশকিছু সেলফি তোলেন তিনি। আর সেই সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে আসতেই রাতারাতি ভাইরাল!

শাহরুখের ওই সেলফিতে সামনের কাতারে স্থান পেয়েছিলেন কাশ্মীরি সুন্দরী সাইমা হুসেন মির। সিমবায়োসিসের তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে নিয়ে এত আলোচনা, এসব দেখে প্রথমে বেশ আপ্লুতই হয়েছিলেন তিনি।

- Advertisement -

কিন্তু খ্যাতির যে বিড়ম্বনাও কম না, তা টের পেয়েছিলেন সাইমা। সেলফি পর্বের পর থেকেই নিয়মিত বিয়ের প্রস্তাব পাচ্ছিলেন তিনি। মাঝরাতেও আসতো উড়ো ফোন কল। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও বিরক্ত করা হয়েছে তাকে।

কিন্তু বিরক্তির জেরে নিজেকে গুটিয়ে নেওয়ার পক্ষপাতি ছিলেন না সাইমা। নিয়মিত ফেসবুকে ছবি পোস্ট করতেন। শুধু তাই না, নিজের আঁকা ছবিও ফেসবুকে আপলোড করতেন।

অন্যদিকে ফেসবুকে সাইমার নামে অনেকগুলো ভুয়া আইডি খোলা হয়। ফলে দিন দিন বিপত্তি বাড়তেই থাকে।

- Advertisement -

Related Articles

Latest Articles