13.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

রাশ্মিকার সঙ্গে বিয়ের গুঞ্জন, বিজয়ের টুইট ঘিরে জল্পনা

রাশ্মিকার সঙ্গে বিয়ের গুঞ্জন, বিজয়ের টুইট ঘিরে জল্পনা - the Bengali Times

ছবি সংগৃহীত

একসাথে গীতা গোবিন্দাম, ডিয়ার কমরেডের মতো জনপ্রিয় সব সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন বিজয় দেবারাকুন্ডা ও রাশ্মিকা মান্দানা। এবার তাদের বিয়ে নিয়ে চলছে জোর গুঞ্জন। তবে এর মধ্যেই এক টুইটে সেই গুঞ্জনে কিছুটা জল ঢেলেছেন বিজয়।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে টুইটারে একটি পোস্ট করেন বিজয়। যেখানে লিখেন, ‘আবারও ভুল কথাবার্তা।’

- Advertisement -

টুইটে এর বেশি কিছু লেখেননি বিজয়। যদিও ভক্ত-অনুরাগীদের একাংশ মনে করছেন, রাশ্মিকার সঙ্গে বিয়ের গুঞ্জন উড়িয়ে দিতেই বিজয়ের এই টুইট।

বেশ কয়েকদিন ধরেই রাশ্মিকা ও বিজয়ের প্রেমের গল্প নিয়ে গুঞ্জন চলছে। দক্ষিণী ছবির সঙ্গে সঙ্গে বিজয়ের পাখির চোখ এখন বলিউড। অন্যদিকে রাশ্মিকাকে নিয়েও কাজ করতে চাইছেন বলিউডের বেশ কয়েকজন পরিচালক। আর সেই কারণেই নাকি মুম্বাইয়ে একটা ফ্ল্যাট কিনেছেন।

গুঞ্জন উঠেছে, এই ফ্ল্যাটেই নাকি একসঙ্গে থাকার প্ল্যান রাশ্মিকা ও বিজয়ের। তবে বিয়ে, প্রেম নিয়ে সেভাবে এখনও মুখ খুলতে দেখা যায়নি রাশ্মিকাকে। সম্প্রতি বিয়ের প্রশ্নে রাশ্মিকা জানিয়েছেন, আমার এখনও বিয়ের বয়স হয়নি। আপাতত ক্যারিয়ারে মন দিতে চাই। তবে বিজয়ের সঙ্গে প্রেমের বিষয়ে রাশ্মিকা কিন্তু মুচকি হেসেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles